রাস্তার পাশে উদ্ধার বৃদ্ধার মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৯ নভেম্বর৷৷ রাস্তার পাশ থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল মধুপুর থানা এলাকায়৷ মৃতার নাম শান্তি সরকার৷ পুলিশ সূত্রের খবর, শুক্রবার সকালে মধুপুর থানার অধীন মধুপুর হাসপাতাল সংলগ্ণ রাস্তার পাশে এই মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ রাস্তার পাশে ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে উপস্থিত সাধারণ মানুষ অবাক হয়ে যান৷ মধুপুর থানায় ঘটনার বিবরণ দিয়ে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ জানিয়েছে, বৃদ্ধার কী করে মৃত্যু হল সে বিষয়ে এখনই তারা কিছু বলতে পারছে না৷ ঘটনা সম্পর্কে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ৷ মৃত কোথায় বাড়ি তা এখনও পর্যন্ত জানা যায়নি৷ তবে বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *