
মাওবাদীদের বিবৃতি প্রসঙ্গে দান্তেওয়াড়া পুলিশ সুপার অভিষেক পল্লব জানিয়েছেন, ‘যদি এমনটাই হয়, তবে ক্যামেরা কেন লুঠ করা হয়েছিল? যেহেতু ক্যামেরায় সমস্ত কিছু রেকর্ড ছিল, মিডিয়াকে নিশানা করার প্রথম কিছু মিনিট কি হয়েছিল। শহিদ ক্যামেরাম্যানের মাথায় ও শরীরে একাধিক গুলি লাগে, তাই মাওবাদীদের এই যুক্তি কোনওভাবেই সমর্থন যোগ্য নয়। ভুল তো মোটেই নয়। উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া জেলায় ভোটের খবর করতে গিয়ে মাওবাদীদের হামলার কবলে পড়েন দূরদর্শনের চিত্র সাংবাদিক এ সাহু। মাওবাদীরা নির্বিচারে গুলি চালালে প্রাণ হারান ক্যামেরাম্যান এ সাহু। এছাড়াও মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন ৩ জন জওয়ান।