নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): আগামী ২৮ নভেম্বর মিজোরামে বিধানসভা নির্বাচন| এরপর বছর শেষে, আগামী ৭ ডিসেম্বর তেলেঙ্গানায় বিধানসভা
নির্বাচন| নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই, শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক প্রচার| এবার উভয় রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি|

মিজোরামে ২৪ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশিত করা হয়েছে, পাশাপাশি দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানায় ২৮ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশিত করা হয়েছে| এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ-সহ শীর্ষ স্থানীয় বিজেপি নেতারা বৈঠক করেন| এরপরই মিজোরাম এবং তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত করা হল| উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর মিজোরামের ৪০ টি আসনে ভোট| তেলেঙ্গানার ১১৯+১ আসনে ভোটগ্রহণ হবে ৭ ডিসেম্বর|