নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষকদের শীর্ষ আদালতের রায়ে সাময়িক স্বস্তি মিলেছে কিন্তু তাতে সমস্যার স্থায়ী সমাধান হয়নি৷ চাকুরিচ্যুত শিক্ষকদের নিয়ে সমস্যার স্থায়ী সমাধান চেয়েছে সিপিএম৷
বৃহস্পতিবার সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ ১০,৩২৩ এর মামলায় শীর্ষ আদালতের রায় ক্ষতিগ্রস্ত শিক্ষকদের সাময়িক স্বস্তি দিলেও তাতে সমস্যার স্থায়ী সমাধান হয়নি৷
বিবৃতিতে আরো বলা হয়েছে, এই শিক্ষকরা স্থায়ীপদে নিযুক্ত হয়েছিলেন এবং চাকরির নির্দিষ্ট সময় পার হওয়ার পর থেকে নিয়মিত আর্থিক ও চাকরিগত সব সুবিধা ভোগ করে আসছিলেন৷ রাজনৈতিক উদ্দেশ্যে ঋজু একটু মামলায় বিচারালয়ের সিদ্ধান্তে তাঁদের চাকরিচ্যুতি ঘটে এবং পরে শীর্ষ আদালতের রায়েই তাদের ্যাডহক শিক্ষক হিসাবে নিযুক্তি দেওয়া হয় এবং একাধিকবার তাঁদের কাজের মেয়াদ বাড়ানো হয়৷ এরফলে এই শিক্ষকদের যে যন্ত্রণা, বঞ্চনা ও সামাজিক অমর্যাদার সম্মুখিন হতে হয়, তা থেকে তাঁর মুক্তি পেতে চেয়েছিলেন৷ শীর্ষ আদলতের আজকের রায়ে তা অপূর্ণই থেকে গেছে৷
বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের শিক্ষক স্বল্পতার কারণে পূর্বতম বামপ্রন্ট সরকার শিক্ষক নিয়োগের যোগ্যতা এককালীন ছাড় দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট আবেদন জানিয়েছিলেন৷ কিন্তু কেন্দ্রীয় সরকার তাতে কোনও ইতিবাচক সাড়া দেয়নি৷
বিবৃতিতে আরো বলা হয়েছে, সিপিআই(এম) এই ক্ষতিগ্রস্ত শিক্ষকদের স্বপদে পুনর্বহালের পুনরায় দাবি জানাচ্ছে৷ অ্যাডহক থাকাকালীন তাঁদের ক্ষেত্রেও যাতে সমকাজে সমবেতনের নীতি কার্যকর করা হয়, নিয়মিত ও অ্যাডহক শিক্ষকের মধ্যে যাতে কোনও বৈষম্য না থাকে তা রাজ্য সরকরাকে নিশ্চিত করতে হবে৷
সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এককালীন যোগ্যতা ছাড়ের জন্য কেন্দ্রীয় সরকারের নিকট পুনরায় দাবি জানিয়েছে৷