দেশবাসীকে স্বস্তি দিয়ে ফের কমল পেট্রোল ও ডিজেলের দাম

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.) : দেশের সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে ফের কমল জ্বালানি তেল পেট্রোল ও ডিজেলের দাম।
রবিবার রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার পিছু ৪০ পয়সা কমে হয়েছে ৮০টাকা ০৫পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৩৩ পয়সা কমে হয়েছে ৭৪ টাকা ০৫ পয়সা। বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রোলের দাম লিটার প্রতি ৩৯ পয়সা কমে দাঁড়িয়েছে ৮৫ টাকা ৫৪ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ৩৫ পয়সা কমে দাঁড়িয়েছে ৭৭টাকা ৬১পয়সা। এই নিয়ে টানা নয়দিন এক নাগারে কমল পেট্রোল ও ডিজেলের দাম। চেন্নাইতে পেট্রোলের দাম এদিন ছিল ৮৪টাকা ০২ পয়সা। ডিজেলের দাম ছিল ৭৯টাকা ০২পয়সা।
উল্লেখনীয় বিগত কয়েক মাস ধরে পেট্রোল ও ডিজেলের দাম ক্রমাগত বৃদ্ধি হওয়ার ফলে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হয়েছিল সাধারণ মানুষদের। ৪ অক্টোবর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি পেট্রোল ও ডিজেলের দাম দুই টাকা কমিয়ে দিয়েছিলেন। সম্প্রতি টানা নয়দিন ধরে জ্বালানি তেলের দাম কমার ফলে স্বস্তি নিঃশ্বাস ফেললেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *