বিলোনীয়ায় জন একতা মঞ্চের মিছিলে হামলায় প্রাক্তন বিধায়ক সহ আহত বহু, বাম জমানার বঞ্চিতরা প্রতিশোধ নিয়েছে, বলল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া/ আগরতলা, ২৭ অক্টোবর৷৷ বিলোনীয়ায় জন একতা মঞ্চের মিছিলের উপর হামলা করেছে দুসৃকতিকারীরা৷ এই

শনিবার বিলোনীয়ায় জন একতা-জন অধিকার আন্দোলন কমিটির মিছিল৷

হামলায় একতা মঞ্চের মিছিলে যাঁরা অংশ নিয়েছিলেন তাদের অনেকেই আহত হয়েছেন৷ আহতদের মধ্যে রয়েছে প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার, সিপিএম নেতৃত্ব তাপস দত্ত, এডিসির কার্যনির্বাহী সদস্য পরীক্ষিত মুড়াসিং সহ আরও অনেকে৷ শনিবার সকালে বিলোনীয়ায় জন একতা মঞ্চের কর্মীরা যখন মিছিল করে শহরের বিভিন্ন পথ দিয়ে যাচ্ছিলেন তখন আচমকা কয়েকজন দুসৃকতিকারী ইট, লাঠি দিয়ে তাঁদের উপর হামলা চালায়৷ অতর্কিত হামলায় মিছিলে অংশগ্রহণকারী বেশ কয়েকজন আহত হয়েছেন৷ জানা গিয়েছে, আহতদের বিলোনীয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ এদিকে, এই ঘটনায় উত্তেজনা ছড়ায়৷ যদিও পুলিশের তৎপরতায় উত্তেজনা বেশীদূর স্থায়ী হয়নি৷ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে৷

এদিকে, এই ঘটনার পর জন একতা- জন অধিকার আন্দোলনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাফালে যুদ্ধবিমান ক্রয়ে দুর্নীতির অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের পদত্যাগ এবং যৌথ সংসদীয় কমিটিকে দিয়ে এই দুর্নীতির তদন্ত করাবার দাবীতে আজ জন একতা-জন অধিকার আন্দোলনের ডাকে গোটা দেশের সঙ্গে ত্রিপুরাতেও বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও জমায়েত সংগঠিত হয়েছে৷ রাজ্যের একাধিক জায়গায় বিজেপির আশ্রিত দুসৃকতিরা আন্দোলন কর্মসূচিকে বানচাল করতে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷

এদিন সকাল এগারটায় দক্ষিণ ত্রিপুরা জেলা সদর বিলোনীয়াতে পুলিশের বৈধ অনুমতি নিয়ে বাসুদেব মজুমদার, তাপস দত্ত এবং পরীক্ষিত মুড়াসিং এর নেতৃত্বে মিছিল বের হয়৷ বিলোনীয়া থানার মোড়ে বিজেপি আশ্রিত দুসৃকতিদের দ্বারা মিছিল আক্রান্ত হয়৷ প্রচন্ড ইট বৃষ্টির মধ্যেও মিছিলকে ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয়৷ মিছিল থানার মোড় থেকে বিলোনীয়া সিপিএম অফিসের সামনে রাস্তায় সংক্ষিপ্ত সভায় মিলিত হয়৷ সেখানেও দুসৃকতিরা ফের আক্রমণ করে৷ এদের ছোড়া ইটের আঘাতে প্রায় কুড়ি জন অল্প বিস্তর আহত হন৷ পরে পুলিশ এসে দুসৃকতিদের সরিয়ে দেয়৷

এদিকে, দুপুর একটা নাগাদ উত্তর জেলা সদর ধর্মনগরে বিজিতা নাথ, হাসি ভট্টাচার্য, দুর্গেশ রায়ের নেতৃত্বে জন একতা-জন অধিকার আন্দোলন কমিটির ডাকে মিছিল সংগঠিত হয়৷ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সিপিএম উত্তর জেলা কমিটি দপ্তরে ফিরে এলে কিছু বিজেপি আশ্রিত দুসৃকতি পার্টি অফিসে ইট পাটকেল ছোঁড়ে এবং অফিসে ঢোকার চেষ্টা করে বলে বিবৃতিতে বলা হয়েছে৷ জন একতা-জন অধিকার আন্দোলনের রাজ্য কমিটি শান্তিপূর্ণ মিছিল ও জমায়েতের উপর বিজেপিরক মদতে পরিকল্পিত আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে এবং আক্রমণকারীদের গ্রেপ্তার করার দাবী জানিযেছে৷

অন্যদিকে, বিজেপির তরফ থেকে এদিনের ঘটনার প্রেক্ষিতে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে বিলোনীয়ায় শনিবার জন একতা মঞ্চের মিছিলের উপর দুসৃকতিকারীদের হামলার বিষয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব অবগত হয়েছেন৷ এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন বিজেপি নেতৃত্ব৷ তবে এই বিষয়ে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআই(এম), সরকার এবং শাসক দল বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে৷

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, পার্টির রাজ্য নেতৃত্ব স্থানীয় নেতৃত্বের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে এবং তথ্য সংগ্রহ করেছে৷ এই হামলার সঙ্গে বিজেপি কোনভাবেই যুক্ত নয়৷ সংশ্লিষ্ট বিষয়ে বিরোধীদের অভিযোগ অবান্তর এবং উদ্দেশ্যপ্রণোদিত৷ পার্টির কোন কার্যকর্তা এই হামলার সঙ্গে যুক্ত নয়৷

পার্টির রাজ্য নেতৃত্ব মনে করেন, রাজ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি প্রগতিশীল সরকার আছে৷ এই হামলার ঘটনায় যুক্তদের বিরুদ্ধে পুলিশ স্বাধীনভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে৷ দীর্ঘ ২৫ বছর বাম শাসনে পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে তৎকালীন ক্ষমতাসীন পার্টির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল৷ কিন্তু, এখন পরিস্থিতি পাল্টে গেছে৷ পুলিশ স্বাধীনভাবে কাজ করছে৷ এই ক্ষেত্রে নিরপেক্ষ তদন্তই হবে৷

বিজেপি হিংসা কিংবা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না৷ তবে খবর নিয়ে দেখা গেছে শনিবারের ঘটনার পেছনে স্থানীয় কিছু জনতার চাপা ক্ষোভের বর্হিপ্রকাশ ঘটেছে৷ ২৫ বছরের বাম শাসনে স্থানীয় সিপিএম নেতাদের দ্বারা অনেকেই নানাভাবে অত্যাচারিত এবং বঞ্চিত হয়েছেন৷ এখন ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইছেন অনেকেই৷ কিন্তু, বিজেপি রাজ্য নেতৃত্ব এই ধরনের কার্যকলাপকে কোনভাবেই প্রশ্রয় দেয় না৷ জনমনে ক্ষোভ থাকলেও এইভাবে আক্রমণ সংঘটিত করা অনুচিত বলে মনে করে৷ পার্টির নেতৃত্ব আবেদন জানাচ্ছে যাতে কেউই প্ররোচনার ফাঁদে পা না দেন৷ যারা দীর্ঘ সময় ধরে শোষণ বঞ্চনা চালিয়ে এসেছেন তাদের জনবিচ্ছিন্ন করে দেওয়াই হবে প্রকৃত সাজা৷ কিন্তু, কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়৷ একই সঙ্গে রাজ্যের নতুন সরকারের উন্নয়নমুখী কর্মসূচীতে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য বলে বিজেপি রাজ্য কার্যকরী কমিটির তরফ থেকে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *