![](https://jagarantripura.com/wp-content/uploads/2013/01/delhi_highcourt2-300x225.jpg)
কেন্দ্রীয় সরকারের সম্মতির পর দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে এই চারজন বিচারপতিকে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| নতুন রোস্টার অনুযায়ী, বিচারপতি এস রবীন্দ্র ভাট-এর সঙ্গে বসবেন বিচারপতি প্রতীক জালান, বিচারপতি অনুপ জয়রাম বসবেন বিচারপতি সঞ্জীব খান্নার সঙ্গে, বিচারপতি জ্যোতি সিং বসবেন বিচারপতি জি এস সিস্তানির সঙ্গে এবং বিচারপতি সঞ্জবী নুরুলা বসবেন বিচারপতি এস মুরলিধরের সঙ্গে|