ছেলেদের বিয়ের বয়স হোক ১৮ বছর, শীর্ষ আদালতে অদ্ভূত আর্জি আইনজীবীর

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): ছেলেদের বিয়ের বয়স ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করা হোক| সুপ্রিম কোর্টে এমনই অদ্ভূত আর্জি করেছেন অশোক পাণ্ডে নামে একজন আইনজীবী| শীর্ষ আদালতের মতে, এই ধরনের মামলার কোনও যুক্তি নেই| তাই শুধু মামলা খারিজ নয়, এই ধরনের বিষয় নিয়ে মামলা করে সময় নষ্ট করার জন্য ওই আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানাও করেছে দেশের সর্বোচ্চ আদালত|
শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে আশোক পাণ্ডে নামে ওই আইনজীবী আর্জি রেখেছিলেন, ছেলেদের বিয়ের বয়স ১৮ বছর করা হোক| কিন্তু সর্বোচ্চ আদালতের মতে, এই ধরনের মামলার কোনও যুক্তিই নেই| তাই জনস্বার্থ মামলাটি খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত| পাশাপাশি শীর্ষ আদালতের সময় নষ্ট করার জন্য ওই আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *