রায়বরেলি, ১৪ অক্টোবর (হি.স.) : পিকআপ ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত সাত। পাশাপাশি গুরুতর আহত ৩৫। শনিবার রাতে উত্তরপ্রদেশের রায়বরেলির উছাহার থানার অন্তগর্ত মাধারিপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আরও দুইজনের।
দুর্ঘটনার বিকট শব্দ পাওয়া মাত্র স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের লখনউতে রেফার করে দেওয়া হয়। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়ায় হয়েছে। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারবর্গকে দুই লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। অন্যদিকে আহতদের ৫০ হাজার টাকার আর্থিক সাহা্য্যের ঘোষণা করেছেন তিনি। আহতদের চিকিৎসা যাতে কোনও খামতি না হয় তার জন্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।