সিআইডি ও ইবি মুছে চালু হচ্ছে ক্রাইম ব্রাঞ্চ, ৩৬টি শূণ্যপদ সৃষ্টি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ সিআইডি এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে মুছে দিয়ে ক্রাইম ব্রাঞ্চ চালু করতে চলেছে রাজ্য সরকার৷ সেই মোতাবেক শূণ্যপদ সৃষ্টি করা হয়েছে৷ মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে৷

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলেন শিক্ষামন্ত্রী রতন লাল জানিয়েছেন, ত্রিপুরা  পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে অত্যাধুনিক করে গড়ে তোলার লক্ষ্যে নতুনভাবে ৩৮টি সাব ইন্সপেক্টর এবং ৮টি হেড-কনস্টেবল পদ সৃষ্টি করা হয়েছে৷ গত মঙ্গলবার মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ শিক্ষামন্ত্রী বলেন, এই ক্রাইম ব্রাঞ্চ সাইবার ক্রাইম,  ইকোনমিক অফেনসেস, এন্টি নারকোটিকস এবং সিরিয়াস ক্রাইম এই চারটি ক্ষেত্রে কাজ করবে৷ তিনি  বলেন, ত্রিপুরা পুলিশের সিআইডি এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে মুছে দিয়ে এই ক্রাইম ব্রাঞ্চ গঠন করা হয়েছে৷ এই ক্রাইম ব্রাঞ্চে একজন আইজি, একজন ডি আই জি এবং চারজন এসপি পদাধিকারি অফিসার থাকবেন৷ এছাড়াও বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিক এই ক্রাইম ব্রাঞ্চে কাজ করবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *