পাক অধিকৃত কাশ্মীরে অনুপ্রবেশের অপেক্ষায় প্রায় ২৫০ জঙ্গি, সতর্ক ভারতীয় সেনা

শ্রীনগর, ৭ অক্টোবর (হি.স.): পাক অধিকৃত কাশ্মীরে অনুপ্রবেশের অপেক্ষায় প্রায় ২৫০ পাক মদতপুষ্ট জঙ্গি | সীমান্ত লাগোয়া অঞ্চলে লুকিয়ে রয়েছে তারা। তবে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার কড়া পাহাড়ায় এদেশে অনুপ্রবেশের সুযোগ পাচ্ছে না তারা।
নাশকতার উদ্দেশ্য নিয়ে অপেক্ষায় প্রায় ২৫০ পাক মদতপুষ্ট জঙ্গি | অধিকৃত কাশ্মীরের সীমান্ত লাগোয়া অঞ্চলে লুকিয়ে রয়েছে তারা। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, এদেশে নাশকতার উদ্দেশ্য নিয়েই তাঁরা অনুপ্রবেশের ছক কষছে।
ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল একে ভাট বলছেন, ”পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন টেরর লঞ্চ প্যাড-এ অপেক্ষা করছে প্রায় ২৫০ জঙ্গি। তবে আমাদের সেনা তাঁদের রুখে দেওয়ার জন্য তৈরি। সামনের এক-দু’মাসের মধ্যে তুষারপাত শুরু হবে। সেই সময় দৃশ্যমানতা কম থাকে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে জঙ্গিরা এদেশে ঢোকার ছক কষছে। সেনার প্রতিটা জওয়ানকে সতর্ক করা হয়েছে। জঙ্গিদের কাজ এত সহজ হবে না।” সীমান্ত লাগোয়া অঞ্চলে এই মুহূর্তে প্রায় ৩০০ জঙ্গি নাশকতার ছক কষছে বলে সেনাসূত্রে খবর। তাঁদের ধরপাকরের জন্য ভারতীয় সেনা দিন-রাত তল্লাশি চালাচ্ছে বলেও জানান ভাট।
ইতিমধ্যে সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গ একাধিক মিটিং করেছে ভারতীয় সেনা। সীমান্ত লাগোয় অঞ্চলে জঙ্গিদের কার্ষকলাপ নিয়ে সতর্ক করা হয়েছে স্থানীয় প্রশাসনকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *