এসডিএমওকে তালাবন্দি করলেন আশা কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ অক্টোবর৷৷ তেলিয়ামুড়া মহকুমার এসডিএমওকে তালাবন্দি করে দিল আশাকর্মীরা৷ তাদের বকেয়া টাকা দিতে বিলম্ব এবং অনিহা দেখাতেই শনিবার দুপুর একটায় এসডিএমও পদ্মরাম দেববর্মাকে তাঁর অফিসকক্ষেই তালাবন্দি করা হয়৷ জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই আশা কর্মীদের বকেয়া টাকা নিয়ে তালবাহান করছিল দপ্তর কর্তৃপক্ষ৷ আশা কর্মীরা জানিয়েছেন একই কাজে একই জেলায় খোয়াইতে যদি আশা কর্মীদের বকেয়া টাকা মেটাতে পারে তাহলে তেলিয়ামুড়ায় কেন হবে না৷ এছাড়া এই ব্যাপারে আশা কর্মীরা তাদের কাছে জানতে চাইলে খারাপ ব্যবহার করা হয় বলে এসডিএমওর বিরুদ্ধে অভিযোগ৷ দীর্ঘদিন ধরেই চলছে এই অরাজকতা৷

প্রয়োজনীয় জিসিপত্র বর্তমানে নেই বললেই চলে৷ এদিকে নজর না দিয়ে হাসপাতালের উন্নয়ন কি করে হবে তা চিন্তা না করে সরকারী আবাসনে শুধু প্রাইভেট প্রেকটিস করার জন্য কেখে দিয়েছেন৷ শুধুই এসডিএমও নন এমওআইসি সহ আরো একজন চিকিৎসক ঐ আবাসনগুলিকে শুধুমাত্র নিজেদের প্রাইভেট প্রেকটিসের জন্য রেখে দিয়েছেন৷ অন্য নতুন যারা এই হাসপাতালে যোগদান করেছেন চিকিৎসক হিসেবে তাদেরকে হাসপাতাল থেকে দূরে ঘর ভাড়া করে থাকতে হচ্ছে৷ এনিয়েও অনেক অভিযোগ রয়েছেন মহকুমা স্বাস্থ্য আধিকারীকদের বিরুদ্ধে৷