
সবরীমালা আয়াপ্পা মন্দির কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, ১০-৫০ বছর বয়সি (ঋতুমতী) মহিলাদের মন্দিরে ঢোকার অনুমতি নেই| কিন্তু, শুক্রবার ঋতুমতী বয়সের মহিলাদের জন্য সবরীমালা মন্দিরের দরজা খুলে দিল সুপ্রিম কোর্ট| এই রায়ের পর ১০-৫০ বছর বয়সি মহিলারাও সবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন| শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ঐতিহাসিক এই রায় দিয়েছে| কেরলের সবরীমালা মন্দিরের আরাধ্যা দেবতা আয়াপ্পা স্বামী| মন্দির কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, ১০-৫০ বছর বয়সি (ঋতুমতী) মহিলাদের মন্দিরে ঢোকার অনুমতি নেই| বহু প্রাচীন এই প্রথাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়| সমস্ত মামলা একত্রিত করে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চ গঠিত হয়| প্রধান বিচারপতি দীপক মিশ্র ছাড়াও সাংবিধানিক বেঞ্চে রয়েছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি আর এফ নরিম্যান, বিচারপতি এ এম খানউইলকার এবং বিচারপতি ইন্দু মালহোত্র|
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ঐতিহাসিক রায়ে জানিয়ে দিয়েছে, ধর্মাচরণে নারী-পুরুষের সমান অধিকার| এতে শারীরিক গঠন কখনই ভগবান ও ভক্তের মাঝে বাধা হতে পারে না| মামলার পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, ‘ভগবান আয়াপ্পা-র ভক্তরা হিন্দু| পৃথক ধর্মীয় মূল্যবোধ তৈরি করা উচিত নয়| সেখানে যদি একজন পুরুষের প্রবেশাধিকার থাকে, তা হলে একইভাবে মহিলাদেরও প্রবেশাধিকার থাকবে|’ সবরীমালা মন্দিরে ১০-৫০ বছর বয়সি মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা সম্পর্কে প্রধান বিচারপতি বলেছেন, ‘এই মন্দির সাংবিধানিক নীতি লঙ্ঘন করছে|’
কেরলের পশ্চিমঘাট পর্বতমালার উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে ১২৬০ মিটার উপরে পাহাড়ের উপর উপস্থিত সবরীমালা মন্দির| এযাবত্ ১০-৫০ বছর বয়সি (ঋতুমতী) মহিলাদের মন্দিরে ঢোকার কোনও অনুমতি ছিল না| মন্দিরে ঢুকতে হলে বয়সের প্রমাণপত্র দেখাতে হত| অবশেষে, ঋতুমতী বয়সের মহিলাদের জন্য সবরীমালা মন্দিরের দরজা খুলে দিল সুপ্রিম কোর্ট|