BRAKING NEWS

দাম বাড়ল জ্বালানির

মুম্বাই, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : ফের দাম বাড়ল জ্বালানির। বৃহস্পতিবার পেট্রোলের দাম বেড়েছে লিটার পিছু ১৪ পয়সা, ডিজেলের দাম বেড়েছে ১২ পয়সা। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৮৩ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭৪.২৪ টাকা। সবচেয়ে বেশি দাম বেড়েছে মুম্বইয়ে। সেথানে লিটার প্রতি ১০০ টাকার দিকে এগোচ্ছে পেট্রোলের দাম।
মুম্বইয়ে পেট্রোলের দাম হয়েছে ৯০.৩৫ টাকা। ডিজেলের দাম ৭৮.৮২ টাকা। মহারাষ্ট্রের ৩২টি শহরে পেট্রলের দাম ৯০ টাকার উপরে৷ ইতিমধ্যে বেশ কয়েকটি পেট্রল পাম্পে নতুন মেশিন বা সফটওয়ার ইনস্টল করা হচ্ছে যাতে তিন অংকের দাম সেখানে দেখানো যায়৷ তেল বিশেষজ্ঞদের আশঙ্কা দীপাবলীর আগেই তিন অংকের ঘরে পৌঁছে যাবে পেট্রলের দাম৷ বাকি দুই মেট্রো শহর চেন্নাই ও কলকাতাতেও বেড়েছে জ্বালানি তেলের দাম। জ্বালানির দামবৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে৷ বাস মালিকরা আবারও ভাড়া বাড়ানোর দাবি তুলছেন৷ আর জ্বালানিকে পণ্য পরিষেবা করের আওতায় আনার দাবি জানাচ্ছেন বিরোধীরা৷ কিন্তু এখনও অবধি সরকার সেই বিষয়ে কোনও ইতিবাচক ঘোষণা করেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *