লা লিগায় জয়ে ফিরল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ

মাদ্রিদ, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : লা লিগায় জয়ে ফিরল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগার গত ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে শীর্ষস্থান হারাতে হয়েছিল গতবারের ইউরোপীয়ান সেরাদের।শনিবার ঘরের মাঠে এস্প্যানিয়লকে ১-০ গোলে হারিয়ে ফের শীর্ষে ফিরে এল তারা। যদিও দ্বিতীয়স্থানে থাকা বার্সেলোনা এই মুহূর্তে একটি ম্যাচ কম খেলে এক পয়েন্ট পিছনে রয়েছে।

লা লিগায় গত ম্যাচে আটকে গেলেও বুধবার চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে রোমার বিরুদ্ধে ৩-০ দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। এদিন ম্যাচ জিতলেও রিয়ালের খেলায় সেই ঝাঁঝ উধাও। বেলকেডাগ আউটে রেখেই এস্প্যানিয়লের বিরুদ্ধে প্রথম একাদশ সাজান কোচ লোপেতেগুই। প্রথমার্ধে এদিন রিয়ালের সঙ্গে পাল্লা দিয়ে আক্রমণে যায় এস্প্যানিয়ল। কয়েকটি ক্ষেত্রে গোল করার মত অবস্থায় পৌঁছে যায়তারা। কিন্তু ফিনিশিংয়ে দক্ষতার অভাব এবং গোলরক্ষক থিবো কুর্তোয়া ত্রাতা হয়ে দাঁড়ান রিয়ালের জন্য।

প্রথমার্ধে একাধিক গোলে এগিয়ে যেতে পারত রিয়ালও। কিন্তু কর্নার থেকে ক্যাশেমিরোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। রামোসের গোলমুখী শট বেঞ্জেমার গায়ে লেগে প্রতিহত হয়। একাধিক সুযোগ নষ্টের পর ৪১মিনিটে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে ডেডলক ভাঙেন আসেনসিও। বক্সের বাঁ দিক থেকে নেওয়া কোনাকুনি শটে দিয়েগো লোপেজকে পরাস্ত করেন তিনি। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লোপেতেগুইয়েরছেলেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *