রাফাল চুক্তি স্বচ্ছ, তা বাতিল করার প্রশ্নই ওঠে না : অরুণ জেটলি

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : রাফাল চুক্তি কোনও ভাবে বাতিল করা হবে না। রবিবার স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। স্বচ্ছতার সঙ্গেই চুক্তিটি করা হয়েছে। ইউপিএ-র আমলের তুলনায়সস্তায় বিমানগুলি কেনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিন অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, রাফাল চুক্তি স্বচ্ছ। তাই চুক্তি বাতিল করার প্রশ্ন নেই। বর্তমান রাফাল বিমানগুলি কংগ্রেস জমানার ইউপিএ সরকারের আমলে করে যাওয়া অত্যন্ত সস্তা। কেগের কাছে আমরাযাবতীয় তথ্য এবং নথি পেশ করব। নিরাপত্তার কারণে বিমানগুলির দাম বলা যাবে না। ২০০৭ সালের তুলনায় ২০১৬ সালে রাফাল বিমানগুলি ২০শতাংশ সস্তায় কেনা হয়েছে। এই সমস্ত পরিসংখ্যান কেগেরসামনে তুলে ধরা হয়েছে। আমরা কেগ রিপোর্টে অপেক্ষায় রয়েছে। জেট শ্রেণীর রাফাল যুদ্ধবিমানগুলি ভারতে আসছে। ভারতীয় প্রতিরক্ষার জন্য বিমানগুলি দরকার। স্বচ্ছতার নিরিখে মোদী সরকারের ধারেকাছে কেউ নেই। অন্যদিকে ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ইউপিএ সরকার অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। অভিযোগ করলেই দোষ প্রমাণিত হয় না।