নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্ঢেম্বর৷৷ রাতের আঁধারে দুষৃকতিদের আক্রমণে নৃশংসভাবে খুন হয়েছেন এক মিনি ট্রাক চালক৷ ঘটনাটি ঘটেছে ধলাই জেলার আমবাসায়৷
ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শী সঞ্জয় চাকমা জানান, বৃহস্পতিবার স্তানীয় সময় রাত একটা নাগাদ তিনি এবং সঞ্জিত সিনহা মালবাহী একটি মিনি ট্রাক নিয়ে আগরতলা থেকে ধলাই জেলার ছৈলেংটা যাচ্ছিলেন৷ গাড়িটি আমবাসা আসার পর একটি ছোট গাড়ি ৪৪ নম্বর জাতীয় সড়কের মধ্যে দাঁড়িয়ে তাঁদের গাড়ি থামিয়ে দেয় কয়েকজন লোক গাড়িতে উঠে তাঁদের মারতে থাকে৷ এইসময় সঞ্জয় চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷ সে পাশ্ববর্তী ডলুবাড়ি সিআরপিএফ ক্যাম্পে গিয়ে ঘটনার কথা জানায়৷ তখন সিআরপিএফ আমবাসা থানায় খবর দেয়৷ পুলিশ সঞ্জয়কে নিয়ে রাতে ঘটনাস্থলে যায়৷ ত্তুণি তাদের গাড়িটি পাওয়া গেলেও চালককে পাওয়া যায়নি৷শুক্রবার দুপুরে সঞ্জয়কে নিয়ে আবার তল্লাশি চালায় পুলিশ৷ রাস্তা থেকে দূরে জহগলে চালকের মৃতদেহ পা্যয়া যায়৷ মৃতের শরীরে রক্ত এবং আঘাতের চিহ্ণত রয়েছে৷
মৃতদেহ উদ্ধারের খবর শুনে ধলাই জেলার ডিএসপি রাজেশ্বর বর্ধন স্নিফার ডগ এবং ফরেন্সিক টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান৷ কুকুর কোনও ক্লু বের করতে পারেনি৷ তবে ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে কিছু তথ্য সংক্রহ করেছে৷ পুলিশ ময়না তদন্তের জন্য দেহটি মর্গে পাঠিয়েছে৷
আমবাসা থানার ওসি হিমাদ্রী সরকার জানিয়েছেন, পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ মৃতের বাড়ি কৈলাসহরে বলে জানা গেছে৷