যান সন্ত্রাসে রক্তাক্ত আঠারমুড়া ও কদমতলা, প্রাণ গেল ২ জনের, আহত ৩

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া / চুরাইবাড়ি, ২১ সেপ্ঢেম্বর৷৷ ফের রাজ্যে যান সন্ত্রাস কেড়ে নিল দুটি প্রাণ৷ আহত হয়েছেন তিন জন৷ অত্যাধিক গতি শুক্রবার রাজ্যের পৃথক স্থানে রাজপথ রক্তাক্ত করেছে৷

শুক্রবার রাতে আঠারোমুড়া পাহাড়ে ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে অটো চালক যান সন্ত্রাসের বলি হয়েছেন৷ ট্রাক চালকও আহত হয়েছেন বলে জানা গেছে৷ এদিন কদমতলায় বিকাল পাঁচটা নাগাদ বাইক ও সুকটির মুখোমুখি সংঘর্ষে সুকটির আরোহির মৃত্যু হয়েছে৷ সুকটির চালক ও বাইক চালক গুরুতর আহত হয়েছেন৷

জানা গেছে, তেলিয়ামুড়া থেকে জারইলং যাওয়ার পথে টিআর ০১ বি ৪৩৯৬ নম্বরের অটোর সাথে টি আর ০১ ১৭৩২ নম্বরের কাঠের লক বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় আঠারোমুড়া পাহাড়ে৷ ট্রাকটি অত্যাধিক গতিতে ছিল বলে জানা গেছে৷ আঠারোমুড়া পাহাড়ে ট্রাকের সাথে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে অটো চালক সুমন দেবের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে৷ ট্রাক চালক আহত হয়েছেন বলে জানা গেছে৷ খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ ও আহত ট্রাক চালককে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান৷ দুর্ঘটনায় খবর  পেয়ে অটো চালকের পরিবারের সদস্যরাও হাসপাতালে ছুটে যান৷ অটো চালক সুমন দেবের মৃত্যু হয়েছে জানতে পেরে তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে হইহট্টগোল শুরু করেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে পুলিশ ও টিএসআর মোতায়েন করা হয়েছে৷  জানা গেছে, ট্রাক চালকের অত্যাধিক গতিতে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷

এদিকে, কদমতলা থানাধীন সরসপুর এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় বাইক ও সুকটির মুখোমুখি সংঘর্ষে নিহত এক এবং আহত দুই৷ ঘটনাটি সংগঠিত হয়েছে আজ বিকাল পাচটা নাগাদ৷ সরসপুর এলাকার সরলাতে এই ভয়াবহ পথ দুর্ঘটনা সংঘঠিত হয় টিআর০৫ও ৮৩২১ নম্বরের একটি সুকটি রানীবাড়ি থেকে কদমতলা আসছিল৷ অপর দিক তথা কদমতলা থেকে রানীবাড়ির দিকে নম্বর বিহীন একটি সুপার স্লেন্ডার বাইক দ্রুত গতিতে যাওয়ার পথে সরলা এলাকার একটি বাকে বাইক চালক, সুকটি চালক ও সুকটিতে থাকা এক আরোহী রাস্তার উপর ছিটকে পড়েন৷ খবর দেওয়া হয় প্রেমতলা দমকলা বাহিনী ও কদমতলা থানাকে৷ দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুত্বর ভাবে আহত সুকটি আরোহী অজয় কুমার চৌধুরী (৫৪) ও বাইক চালক দিপাল দেব (১৭) কে কদমতলা হাসপাতলে নিয়ে হলে কর্তব্যরতন চিকিৎসক গুরুত্বর ভাবে আহত অজয় কুমার চৌদুরীকে অন্যত্র রেফার করেন৷ অপরদিকে অল্পবিস্তর আহত বাইক চালক দিপাল দেবকে কদমতলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান৷ এদিকে গুরুত্বর ভাবে আহত অজয় কুমার চৌধুরীকে উনার আত্মীয় পরিজনরা বহিরাজ্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে চুরাইবাড়ি এলাকায় মৃত্যু হয়৷ তারপর তার মৃত দেহটি পুনরায় কদমতলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এবং মৃত্যদেহটি মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য৷ কদমতলা থানার পুলিশ সূত্রে জানা যায় যে, পথ দুর্ঘটনায় মৃত্যু হওয়া অজদয় কুমার চৌধুরীর পিতা প্রনয় কুমার চৌধুরী উনার শ্বশুড় বাড়িতে বেড়াতে আসেন কদমতলায় আজ উনার শালক রাজেশ দাসের সাথে সুকটি চেপে শ্যালকের শ্বশুড় বাড়ি রানিবাড়িতে বেড়াতে গিয়েছিলেন৷ আর সেখান থেকে ফেরার পথে ঘটে এই ভয়াবহ পথ দুর্ঘটনা৷ পাশাপাশি বাইক চালক দিলাপ দেব পিতা গোপাল দেবের ঘর কদমতলা থানাধীন সরসপুর এলাকায় সেও বর্তমানে কদমতলা হাসপাতালে চিকিৎসাধীন৷ এদিকে সুকটি চালক তথা মৃত ব্যক্তির শ্যালক রাজেশ দাসের অল্পবিস্তর আঘাত হয়েছে শরীরে, কিন্তু ভগ্ণিপতির প্রাণ কেড়ে নিল এই দুর্ঘটনা৷

বর্তমানে দুর্ঘটনাগ্রস্থ বাইক ও সুকটিটি কদমতলা থানাতে রয়েছে৷ এবং মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে একটি মামলা রুজু করা হয়েছে বাইক চালক দীপাল দেবের বিরুদ্ধে৷ এই ভয়াবহ পথ দুর্ঘটনায় অকালে এক ব্যক্তির প্রাণ ঝড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *