নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.) : রাফাল চুক্তিতে দুর্নীতি রয়েছে বলে শনিবার দাবি করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট মন্তব্যকে হাতিয়ার করে রাফাল নিয়ে ফের বিজেপি বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। চুক্তিতে দুর্নীতির অভি্যোগ তুলে এবার খোদ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন মল্লিকার্জুন খাড়গে।
রাফালের যন্ত্রাংশ তৈরির জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডকে (হ্যাল) চুক্তির থেকে বাদ দেওয়ার জন্য প্রথম থেকেই সরব হয়েছে কংগ্রেস। কেনও হ্যালকে বাদ দিয়ে অনিল আম্বানির সংস্থা চুক্তিতে যুক্ত করা হয় তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। রিলায়েন্স ডিফেন্স লিমিটেডের যুদ্ধবিমান তৈরি করার কোনও পূর্ব অভিজ্ঞতা নেই। কিন্তু দেশের স্বার্থ না দেখে রাফাল চুক্তিকে অনিল আম্বানির এই সংস্থার সংযুক্তিকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার সেই একই ইস্যুতে সরব হয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। শনিবার তিনি জানিয়েছেন, ‘প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন যে বেসরকারি সংস্থাকে চুক্তিতে যুক্ত করার পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত রয়েছে। এর থেকে প্রমাণিত হয় প্রধানমন্ত্রী তার বন্ধুকে ফ্রান্সে নিয়ে গিয়ে চুক্তিটি পাকা করে আসেন। আমরা বারবার করে বলছি এতে দুর্নীতি রয়েছে এবং প্রধানমন্ত্রী তাকে(অনিল আম্বানি) সাহায্য করেছেন। আমি ব্যক্তিগত ভাবে মনে করি তিনি(নরেন্দ্র মোদী) আর ওই পদে থাকার যোগ্য নয়। তাই অবিলম্বে প্রধানমন্ত্রীর পদ থেকে তাঁর পদত্যাগ দাবি করছি। তাঁর জায়গায় মন্ত্রী পরিষদের অন্য কাউকে প্রধানমন্ত্রীর পদে বসানো হোক। নৈতিক ভাবে তার আর ক্ষমতায় থাকা উচিত নয়।’