তেহরান, ২২ সেপ্টেম্বর (হি.স.) : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনা কুচকাওয়াজে বড়সড় জঙ্গি হামলার ঘটনা ঘটল৷ প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২৪ জন৷ আরও কয়েকজন সেনাকর্মী জখম হয়েছেন৷ ইরানের সেনা সূত্রে জানা গিয়েছে, হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে৷ ঘটনাটি ঘটেছে আহওয়াজ শহর৷ শনিবার কুচকাওয়াজ চলাকালে সন্ত্রাসীদের হামলায় কয়েকজন হতাহত হয়েছে। জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এই অনুষ্ঠান চলার মাঝেই হামলা হয়৷
হামলাকারীরা মাঠে ঢুকতে না পেরে দূর থেকে গুলি ছুঁড়তে শুরু করে৷ রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন সেনা কর্মীরা৷ ঘটনার জেরে ইরানে জারি হয়েছে বিশেষ সতর্কতা৷ রাজধানী তেহরান সহ সর্বত্র সেনা কুচকাওয়াজ চলেছে৷ সেখানেও এই হামলার খবর ছড়িয়ে পড়েছে৷
প্রসঙ্গত বলা যেতে পারে, ২০১৭ সালের ৭ জুন তেহরানে ইরানি পার্লামেন্ট মজলিশে জঙ্গি হামলা হয়৷ সেই ঘটনায় মোট ২৩ জনের মৃত্যু হয়৷ এদের মধ্যে ৫ জন ছিল জঙ্গি৷ তারপরেই এমন বড়সড় জঙ্গি হামলা হল শনিবার৷