জামুইয়ে নকশালদের দৌরাত্ম্য, এসএসবি জওয়ানকে গুলি করে খুন

জামুই (বিহার), ১৮ সেপ্টেম্বর (হি.স.): বিহারের জামুইয়ে সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর একজন জওয়ানকে গুলি করে হত্যা করল নকশালরা| সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জামুই জেলার বরহাট থানা এলাকায়| মঙ্গলবার সকালে এসএসবি জওয়ানে দেহ উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, বারহাট থানার অন্তর্গত পাণ্ডেয়টিকা গ্রামের বাসিন্দা হলেন পেশায় এসএসবি জওয়ান সিকন্দর যাদব| সশস্ত্র সীমা বল (এসএসবি)-র ৪৮ বি ব্যাটেলিয়নের সদস্য ছিলেন সিকন্দর, তাঁর পোস্টিং ছিল জয়নগরে| গত ১৫ সেপ্টেম্বর ছুটি নিয়ে বাড়িতে বেড়াতে এসেছিলেন সিকন্দর| এসএসবি জওয়ানের পরিজনরা জানিয়েছেন, সোমবার রাতে নকশালদের পোশাক পরিহিত দু’জন সন্দেহভাজন বাড়ির বাইরে দাঁড়িয়ে সিকন্দরকে ডাকতে শুরু করে| ওই দু’জন সন্দেহভাজনের ডাক শুনে বাড়ির বাইরে বেরোতেই সিকন্দরের হাত বেঁধে ফেলে তারা| এরপর বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে সিকন্দরকে গুলি করে হত্যা করে নকশালরা| মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে সিকন্দরের গুলিবিদ্ধ-রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ| কি কারণে খুন করা হল এসএসবি জওয়ানকে, তা তদন্ত করে দেখছে পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *