নেশা সামগ্রী ধবংসে নেমে বিষিয়ে তোলা হল বাতাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপক ভাবে নেশা বিরোধী অভিযান শুরু হয়েছে৷ প্রতিদিনই

গাঁজা সহ অন্যান্য নেশা সামগ্রী পুড়িয়ে ফেলা হয়েছে পুলিশের তরফে৷

রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা টেবলেট সহ নানা ধরনের নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হচ্ছে৷ গত চার পাঁচ মাসে বিস্তর পরিমাণে গাঁজা সহ অন্যান্য নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ, বিএসএফ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর কর্মীরা৷ আইন মোতাবেক সেই সব উদ্ধারকৃত নেশা সামগ্রী ধবংস করা হয়৷ কিন্তু, প্রশ্ণ উঠেছে এই নেশা সামগ্রী ধবংস করার পদ্ধতি নিয়ে৷

গাঁজা, ফেন্সিডিল ও অন্যান্য নেশা সামগ্রী শনিবার বোধজংনগরের কাছে একটি পরিত্যাক্ত স্থানে অপেক্ষাকৃত নির্জন এলাকাতে ধবংস করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে৷

দেখা গিয়েছে, ফেন্সিডিলের বোতাল ও অন্যান্য তরল নেশা সামগ্রীর বোতল ভেঙে ফেলা হয়েছে৷ কিন্তু, শুকনো গাঁজার ড্রামগুলি পুড়িয়ে ফেলা হয়েছে৷ তাতে লক্ষ্য করার বিষয় হচ্ছে বিস্তর পরিমাণে গাঁজার ড্রামে যখন আগুন ধরিয়ে দেওয়া হয় তখন কালো ধোয়া কুন্ডলি পাকিয়ে বাতাসের সাথে মিশে গিয়েছে৷ এই বিষয়টিকে নিয়ে অনেকের মধ্যেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ গাঁজার মতো মাদক পুড়িয়ে ফেলায় বায়ু দূষিত হয়েছে৷ এই বিষয়ে প্রশাসন তেমন কোন চিন্তাভাবনাই করেনি৷ যাদেরকে এইসব নেশা সামগ্রী ধবংস করার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কান্ডজ্ঞান নিয়েও যথেষ্ট সংশয়ের সৃষ্টি হয়েছে৷ এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে গ্রহণ করার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করার জন্য তথ্যাভিজ্ঞ মহলের তরফ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *