নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : দিল্লির উদ্যোগ নগরে জুতো তৈরির কারখানায় আগুন। রবিবার ভোর ৫টা ৩০মিনিট নাগাদ আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে দমকলের ৩০টি ইঞ্জিন।
বাগরি মার্কেটে আগুন নিয়ে যখন নাজেহাল কলকাতাবাসী। তখন উদ্যোগ নগরে আগুন লাগার ঘটনা চাঞ্চল্য ছড়াল দিল্লিতে। সকাল ৫টা ৩০মিনিট নাগাদ আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৩০টি ইঞ্জিন। টানা পাঁচ ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল। দিল্লির দমকল বিভাগের প্রধান অতুল গর্গ জানিয়েছেন, এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কারখানার ভেতর দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে যায়। কি কারণে আগুন লাগল তার তদন্ত চলছে।