নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তেমন কোন সরকারী নিয়োগ প্রক্রিয়া নজরে আসছে না৷ সরকারী চাকুরীর অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীরা হাতাশার মধ্যে দিন কাটাচ্ছেন৷ এই পরিস্থিতিতে বিজেপি জোট সরকারের তরফ থেকেও স্পষ্ট কোন কিছু জানানো হচ্ছে না৷ বেকার যুবক যুবতীরা বিকল্প কর্মসংস্থানের ক্ষেত্রেও তেমন কোন আশার আলো দেখতে পারছেন না৷
এদিকে, বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, টিওয়াইএফ এবং টিএসইউ এর তরফে শনিবার রাজধানী আগরতলায় একটি র্যালী সংগঠিত করেছে৷ র্যালীতে প্রধান বিষয় ছিল ‘আমার কাজ কোথায়’ বিজেপি সরকার জবাব দাও৷ বিজেপি সরকারের কাছে জবাব চেয়েছে বামপন্থী এই সংগঠনগুলি৷ এদিকে, ডিওয়াইএফআই নেতৃত্ব অভিযোগ করেছেন, রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বেকার যুবক যুবতীরা চরম হতাশার মধ্যে পড়ে গিয়েছেন৷ সাড়ে আট হাজার শূণ্যপদে নিয়োগের প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে৷ বিভিন্ন দপ্তরে নিয়োগের জন্য ইন্টারভিও নেওয়া হয়ে গিয়েছিল৷ কিন্তু, এখনও পর্যন্ত নিয়োগের ব্যাপারে কোন হেলদোল নেই৷ তাছাড়া ডিওয়াইএফআই নেতৃত্বের অভিযোগ কেন্দ্রের মোদি সরকার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে দেশে দুই কোটি বেকার যুবক যুবতীর চাকুরী হবে৷ কিন্তু, আজও তা হচ্ছে না৷ রাজ্যেও একের পর এক মিথ্য প্রতিশ্রুতি দিয়ে চলেছে রাজ্য সরকার৷ শুধু তাই নয়, টিপিএসসির মাধ্যমে যেসব নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল সেগুলিকে বাতিল করে দিয়েছে৷