নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ ভূপেন বরাকে ত্রিপুরা কংগ্রেসের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছে রাহুল গান্ধি৷ শুক্রবার রাহুল গান্ধি ত্রিপুরা কংগ্রেসের নয়া পর্যবেক্ষকের নাম ঘোষণা করেছেন৷ প্রদেশ কংগ্রস সূত্রে জানা গেছে, ত্রিপুরা কংগ্রসের পর্যবেক্ষক হিসাবে এআইসিসি’র নবনিযুক্ত সম্পাদক ভূপেন বরাকে নিয়োজিত করা হয়েছে৷ আগামী কিছু দিনের মধ্যে এআইসিসি-র সম্পাদক বূপেন বরা তাঁর নতুন দায়িত্বভার গ্রহণ করে ত্রিপুরায় আসবেন৷ এখানে উল্লেখ করে যেতে পারে, অসমের প্রাক্তন মন্ত্রী প্রদ্যুৎ বরদলৈ এবং ভূপেন বরাকে নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পদে নিয়োজিত করেছন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধি এআইসিসি সম্পাদক পদে মোট নয়জনকে নিয়োগ করেছেন সভাপতি রাহুল গান্ধি৷ সেই হিসেবে প্রদ্যুৎ বরদলৈকে নাগাল্যান্ড এবং বূুপেন বরাকে ত্রিপুরার পর্যবেক্ষক করা হয়েছে৷ অন্য যাদের সম্পাদক হিসাবে নিয়োগ করা হ য়েছে তারা ত্রিপুরার প্রদ্যুৎ দেববর্মন, মেঘালয়ের জেনিথ সাংমা, আম্পারিন লিংডো এবং চার্লস পিংরোপ, মণিপুরের ভিক্টর কেইশিং, হিমাচলপ্রদেশের সুধীর শর্মা এবং অন্ধ্রপ্রদেশের ড সিরিভেল্লা প্রসাদকে৷
ত্রিপুরার প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে দায়িত্ব দেওয়া হয়েছে সিকিমের৷ এআইসিরি সম্পাদক হিসেবে তাঁকে সিকিমের দায়িত্ব দেওয়া হয়েছে৷
এদিকে, অসমের প্রাক্তন মন্ত্রী প্রদ্যুৎ বরদলৈ এবং ভূপেন বরাকে নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পদে নিয়োজিত করেছেন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী৷ আজ শুক্রবার এক নির্দেশিকা জারি করে এআইসিসি সম্পাদক পদে মোট নয়জনকে নিয়োগ করেছে সভাপতি রাহুল গান্ধী৷ অসমের দুই নেতা প্রদ্যুৎ বরদলৈ এবং ভূপেন বরা ছাড়াও অন্য যাঁদের সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁরা যথাক্রমে ত্রিপুরার প্রদ্যুৎ কিশোর দেববর্মন (সিকিম), মেঘালয়ের তিন জেনিথ সাংমা (অরুণাচলপ্রদেশ), আম্পারিন লিংডো (মিজোরাম) এবং চার্লস পিংরোপ (মণিপুর)৷ এছোড়া মণিপুরের ভিক্টর কেইশিং ( মেঘালয়), হিমাচলপ্রদেশের সুধীর শর্মা (জম্মু ও কাশ্মীর), অন্ধ্রপ্রদেশের ডঃ সিরিভেল্লা প্রসাদ ( তামিলনাড়ু)৷ ত্রিপুরার দায়িত্ব দেওয়া হয়েছে আসামের ভূপেন বরাকে এবং আসামের প্রদ্যুৎ বরদলৈকে দায়িত্ব দেওয়া হয়েছে নাগাল্যান্ডের৷