
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় কুলগাম জেলার চৌগাম এলাকায় একটি বাড়িতে লুকিয়ে রয়েছে কমপক্ষে পাঁচজন জঙ্গি| গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে চৌগাম এলাকায় জঙ্গি নিকেশ অভিযান চালায় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| রাতভর গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালানো হয়| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনীও যোগ্য জবাব ফিরিয়ে দেয়| কুলগাম এনকাউন্টার প্রসঙ্গে শনিবার সকালে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত তিনজন জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছে| সম্ভবত আরও দু’জন জঙ্গি লুকিয়ে রয়েছে| গুলির লড়াই অব্যাহত| পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, আপাতত বারামুল্লা-কাজিগুন্দের মধ্যে ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে|