পঞ্চায়েত উপনির্বাচন পিছিয়ে দেওয়ার দাবী বামেদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচন পিছিয়ে দেওয়ার দাবী জানিয়েছে বামফ্রন্ট৷ পঞ্চায়েত উপনির্বাচনে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে শুক্রবার সকালে আবারও একবার নির্বাচন দপ্তরের দ্বারস্থ হয়েছে বামেরা৷ নির্বাচনি প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সিপিআইএম৷ জানা গেছে, শুক্রবার সর্বদলীয় বৈঠকের পর বামেরা পুনরায় দাবি করেছে, নতুন করে নির্বাচনি প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বামেরা৷ জানা গেছে, শুক্রবার সর্বদলীয় বৈঠকের পর বামেরা পুনরায় দাবি করেছে, নতুন করে নির্বাচনি প্রক্রিয়া শুরু করা  হোক৷ কারণ বর্তমানে সন্ত্রাস কায়েম হয়েছে রাজ্যে৷ তারা নির্বাচন আধিকারিকের কাছে দাবি জানান, নির্বাচনের সময়সূচি পরিবর্তন করতে হবে৷ তাঁদের মতে ব তমানে রাজ্যে শাসন ব্যবস্থার যে হাল হয়েছে তাতে এ মুহূর্তে সুষ্ঠু নির্বাচন হতে পারে না৷ বিরোধী দলের প্রার্থীরা মনোয়নপত্র জমা দিতে পারেননি৷ ফলে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জিতে যাবে৷ বামেদের মতে, এই মুহূর্তে নির্বাচন পিছিয়ে দেওয়া হোক এবং নির্বাচনের সময়সূচিও পরিবর্তন করা হোক৷