শ্রীনগর, ১৩ সেপ্টেম্বর (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন পাকিস্তানি জঙ্গি| নিহত দুই জঙ্গি জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল| পুলিশ সূত্রের খবর, চলতি বছরের শুরুতে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে চারজন পুলিশ কর্মীর মৃতু্যর ঘটনায় জড়িত ছিল নিহত দুই সন্ত্রাসবাদীর মধ্যে একজন|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে টাউনশিপের, আরামপোরা এলাকায় (চিঙ্কিপোরা এলাকা) লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে চিঙ্কিপোরা এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| জঙ্গি নিকেশ অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় লুকিয়ে থাকা জঙ্গিরা| কালবিলম্ব না করে যোগ্য জবাব ফিরিয়ে দেয় নিরাপত্তা বাহিনীও| দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে দু’জন জইশ-ই-মহম্মদ (জেইএম) সন্ত্রাসবাদীকে খতম করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী| নিহত দুই পাকিস্তানি সন্ত্রাসবাদীর নাম হল, আলি ওরফে আথার এবং জিয়া-উর-রহমান| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ|