বিজনুর, ১২ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের বিজনুর জেলার কোতওয়ালি রোডে একটি পেট্রো-কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। নিহত ছয়। গুরুতর আহত নয়। কারখানার মধ্যে থাকা মিথেন গ্যাসের ট্যাঙ্ক ফেটে বিস্ফোরণটি হয়।
আগুন লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে দমকল এবং পুলিশ।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ছয়জন কে মৃত বলে ঘোষণা করে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ এখনও চলছে। এখনও কয়েকজন শ্রমিক কারখানার ভেতর আটকে রয়েছে বলে জানা গিয়েছে। নিহতদের পরিচয় জানা গিয়েছে। নিহতরা হলেল বালগোবিন্দ, রবি, লোকেন্দ্র, কমলবীর, ভিকরান্ত, চেটরাম। প্রত্যেকেই বিজনুর জেলার বাসিন্দা। সত্যপাল এবং গজেন্দ্র গুরুতর আহত। পুলিশ জানিয়েছেন অভয়রাম এখনও নিখোঁজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মিথেনের ট্যাঙ্কে মেরামতির কাজ চলছিল। কাজ চলার সময় বিস্ফোরণটি ঘটে। সকাল ৮টা নাগাদ বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা কারখানা। নিহতদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৪০। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উদ্ধার কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। কারখানার মালিকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
বিজনুরের পুলিশ সুপার উমেশ সিং জানিয়েছেন, মিথেনের গ্যাস ট্যাঙ্ক ত্রুটি ছিল। দুই-তিন ধরে মেরামতির কাজ চলছিল। ওয়েল্ডিংয়ের কাজ চলার সময় আগুন ধরে যায়। গ্যাসটি দাহ্য থাকায় বিস্ফোরণটি ঘটে।