পাচারকালে পৃথক স্থানে ত্রিশ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ রাজ্য পুলিশের নেশা বিরোধী অভিযান জারী রয়েছে৷ প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে সুরক্ষা বাহিনীর এই অভিযান আর এতে ব্যাপক হারে সফলতাও আসছে৷ গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে আমতলী থানার পুলিশ এবং স্থানীয় এসডিপিও মলয়নগর এলাকায় একটি ট্রাকে তল্লাসী চালিয়ে ৪২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে৷ সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালক উত্তরপ্রদেশের বাসিন্দা আমানত আলিকে৷ জানা গিয়েছে শনিবার রাতে পেট্রোলিংয়ের সময় পুলিশ গাড়িটিকে আটক করে৷ গাড়ির নম্বর ইউপি-২১-এএম-১৮৬১৷ পুলিশ জানিয়েছে উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজার মূল্য ২৮ লক্ষ টাকা৷

এমনই এক অভিযানে শনিবার গভীর রাতে ১৩ কেজি শুকনো গাঁজা সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিএসএফ জওয়ানরা৷ ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার গভীর রাতে সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানার অন্তর্গত ভবানীপুর পঞ্চায়েত এলাকার সীমান্ত গ্রাম দুর্লভপুরে সীমান্ত পারাপার হওয়ার আগে রাস্তার পাশে শুকনো গাঁজার বস্তা সহ দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে জওয়ানরা তাদের দিকে এগিয়ে যান৷ জওয়ানরা তাদের দিকে এগিয়ে যেতে দেখে পাচারকারী পালানোর চেষ্টা করে৷ এক পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হলেও অপর পাচারকারীকে আটক করতে সক্ষম হন জওয়ানরা৷ জানা গেছে, জিজ্ঞাসাবাদকালে ধৃত পাচারকারীর কাছ থেকে বেশ কয়েকটি বাংলাদেশী সিমকার্ড পাওয়া গেছে৷ একটি ভারতীয় সিমকার্ড সহ মোবাইল ফোনও পাওয়া গেছে৷ রবিবার তাকে গাঁজাসহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ জানা গেছে তের কেজি গাঁজার বাজারমূল্য ৬৫ হাজার টাকা হবে৷