লাইনচ্যুত আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা, যাত্রীরা সুরক্ষিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর ৷৷ লামডিং -শিলচর ব্রডগেজ রেলপথের নিউজাটিঙ্গা লামপুর ও নিউহাফলং স্টেশনের মধ্যে বৃহস্পতিবার বেলা প্রায় দেড়টা নাগাদ আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে৷

তবে এতে হতাহতের কোনও খবর নেই৷ নৃপেনবাবু জানিয়েছেন, ট্রেনের সব যাত্রী অক্ষত রয়েছেন৷ তবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি চাকা লাইনচ্যুত হওয়ার দরুণ পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়লেও সন্ধ্যা ৫.৫০ মিনিটে লাইন ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে৷

উত্তর পূর্ব সীমান্ত রেলের সিনিয়র জনসংযোগ অফিসার নৃপেন্দ্র ভট্টাচার্য  জানান, দুর্ঘটনার খবর সঙ্গে সঙ্গে বদরপুর জংশনে দেওয়া হয়৷ খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন রওয়াা আসে দুর্ঘটনাস্থলে৷ প্রথমে বলা হয়েছিল রাতের মধ্যেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাইনচ্যুত চাকা দুটি তুলে পাহাড় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করে তোলা হবে৷ কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে লাইনের ক্লিয়ারেন্স সার্টিফিকেট জারি করা হয়েছে৷ লাইন ক্লিয়ারেন্সের প র প্রায় চার ঘণ্টার পর পাহাড় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়৷

উল্লেখ্য, প্রায় সময়ই নিউ জাটিঙ্গা লামপুর ও নিউ হাফলং স্টেশনের মধ্যে রেললাইনের উপর বুাে মহিষ চলে আসে৷ কিছুদিন আগেও আগরতলা-দিল্লি রাজধানী এক্সপ্রেসের নীচে পড়ে এভাবে সাতটি মহিষ প্রাণ হারিয়েছিল৷ তবে সে সময় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছল রাজধানী এক্সপ্রেস ও তার যাত্রীরা৷ বৃহস্পতিবার আবার এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের হাজার হাজার যাত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *