নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ মহাকরণের আরোও কিছু শাখা অফিস কিংবা মিনি সেক্রেটারিয়েট খোলার কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য

সরকার৷ তবে, রাজ্য প্রশাসনের চারজন প্রধান সচিবকে অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রীর প্রধান সচিব কুমার অলক৷
রাজ্যের তিনটি স্থানে মহাকরণের শাখা অফিস কিংবা মিনি সেক্রেটারিয়েট খোলা হবে এমন সংবাদ প্রকাশিত হয়েছে৷ মিনি সেক্রেটারিয়েটের জন্য চারজন প্রধান সচিবকে অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে বাঁছাই করা হয়েছে৷ কিন্তু, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব কুমার অলক বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ২০১৭ সালের ১ জানুয়ারি তৎকালিন সরকারের সময়ে চারজন প্রধান সচিবকে অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়৷ কিন্তু, তৎকালিন সরকার তাঁদের অতিরিক্ত মুখ্যসচিবের পদ না দিয়ে তাঁদের পদটিকে প্রধান সচিব হিসেবেই রেখে দেন৷ কুমার অলকের কথায়, বর্তমান রাজ্য সরকার ওই চারজন প্রধান সচিবকে অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে নিয়োগ করেছে৷ তাঁদের হাতে যে সমস্ত দফতর রয়েছে তাঁরা সেই সব দপ্তরের দায়িত্বেই থাকবেন বলে তিনি জানিয়েছেন৷ পাশাপাশি বলেন, রাজ্যের তিনটি স্থানে মহাকরণের শাখা অফিস খোলার বিষয়ে রাজ্য সরকার কোনও সিদ্ধান্ত নেয়নি৷