
নিউইয়র্কে কর্মরত ভারতের কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী এক সাক্ষাত্কারে জানিয়েছেন, ভারতীয় দূতাবাস কানদেপির পরিবার, ভারতীয় কমিউনিটি এবং সিনসিনাটি পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। উত্তর আমেরিকার তেলেগু অ্যাসোসিয়েশনের এক আধিকারিক জানিয়েছেন পৃথ্বিরাজ কানদেপি ওই ব্যাঙ্কে কনসালট্যান্ট হিসেবে কাজ করছিলেন। পৃথ্বিরাজের মরদেহ ভারতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। এই ঘটনায় আরও যে দু’জনের মৃত্যু হয়েছে তাঁরা হলেন লুই ফেলিপ কলডেরন (৪৮) এবং রিচার্ড নিউকামার (৬৪)।