ব্যাঙ্কে ঢুকে এলোপাথাড়ি গুলি দুস্কৃতির, মৃত এক ভারতীয়সহ তিন

নিউইয়র্ক, ৭ সেপ্টেম্বর (হি.স.) : বৃহস্পতিবার আমেরিকার সিনসিনাটি শহরের একটি ব্যাঙ্কে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক দুষ্কৃতি। এই ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। তার মধ্যে রয়েছেন ২৫ বছর বয়সী এক ভারতীয়। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার বাসিন্দা ২৫ বছরের পৃথ্বিরাজ কানদেপির মৃত্যু হয় যখন ওহিয়োর উত্তর বেন্ড শহরের বাসিন্দা ২৯ বছর বয়সী ওমর এনরিক সান্টা পেরেজ সিনসিনাটি শহরের ফাউন্টেন স্ক্যোয়ারের ফিফথ থার্ড ব্যাঙ্কে ঢুকে গুলি চালানো শুরু করে। পরে অবশ্য পুলিশের গুলিতে মৃত্যু হয় ওই দুষ্কৃতির।
নিউইয়র্কে কর্মরত ভারতের কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী এক সাক্ষাত্কারে জানিয়েছেন, ভারতীয় দূতাবাস কানদেপির পরিবার, ভারতীয় কমিউনিটি এবং সিনসিনাটি পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। উত্তর আমেরিকার তেলেগু অ্যাসোসিয়েশনের এক আধিকারিক জানিয়েছেন পৃথ্বিরাজ কানদেপি ওই ব্যাঙ্কে কনসালট্যান্ট হিসেবে কাজ করছিলেন। পৃথ্বিরাজের মরদেহ ভারতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। এই ঘটনায় আরও যে দু’জনের মৃত্যু হয়েছে তাঁরা হলেন লুই ফেলিপ কলডেরন (৪৮) এবং রিচার্ড নিউকামার (৬৪)।