লখনউ, ৭ সেপ্টেম্বর (হি.স.) : সমাজবাদী পার্টি থেকে বেরিয়ে এসে সমাজবাদী সেকুলার মোর্চা গড়ে তুলেছেন শিবপাল সিং যাদব। ভাইপো অখিলেশ যাদবের সঙ্গে রাজনৈতিক দুরত্ব তৈরি হওয়ার কারণেই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। আর এটিকে হাতিয়ার করে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের নিন্দার সরব হলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
শুক্রবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, যে নিজের বাবা এবং কাকার সঙ্গে সম্পর্ক রাখতে ব্যর্থ হল, সেই আবার আপনাদের সঙ্গে থাকার কথা বলছে। ইতিহাসে প্রশ্ন আসে কি করে সে নিজের বাবাকে বন্দি করে রেখেছিল। এর জন্য কোনও মুসলমান নিজের পুত্রের নাম ঔরঙ্গজেব রাখে না। এমনই ঘটনা ঘটতে চলেছে সমাজবাদী পার্টিতে।
উল্লেখনীয় মুলায়ম সিং যাদবকে কার্যত রাজনৈতিক দিক দিয়ে অকেজো করে দিয়ে সমাজবাদী দলের রাশ নিজের হাতে তুলে নেন অখিলেশ যাদব। তাই নতুন মঞ্চ গড়ে তোলার পর মুলায়েমকে নিজের দলের নিতে চাইছেন শিবপাল সিং যাদব।
অন্যদিকে বিজেপি সরকারের আমলে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, গ্রামাঞ্চলে বিগত এক বছরে ৮.৮৫ লক্ষ পরিবারকে বাড়ি দেওয়া হয়েছে। এবছর ২.৮৬ লক্ষ পরিবারকে বাড়ি দেওয়া হবে। বিগত এক বছরে ১.২৫ কোটি শৌচালয় গোটা রাজ্যে গড়ে তোলা হয়েছে। বিনামূল্যে ৪৭ট লক্ষ বিদ্যুতে সংযোগ দেওয়া হয়েছে।