ভ্যান ও ইকোর মুখোমুখী সংঘর্ষে গুরুতর জখম পাঁচ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ সেপ্ঢেম্বর৷৷ রবিবার বিকালে বিশ্রামগঞ্জ থানার অধীন ছেচরিমাই পোস্ট অফিস সংলগ্ণ এলাকায় মারুতী ভ্যান ও ইকো গাড়ির মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন পাঁচ জন৷ শান্তিরবাজার থেকে টিআর-০৩-এন-০২৪৫ নম্বরের একটি মারুতী ইকো গাড়ী আগরতলার দিকে যাচ্ছিল৷ বিপরীত দিক থেকে আসছিল টিআর-০৩-ই-০৪৮১ নম্বরের একটি মারুতী ভ্যান৷ ছেচরিমাই এলাকায় দুটি গাড়ির মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়৷ তাতে ভ্যানের চারজন যাত্রীর মধ্যে একজন ছিটকে পড়ে যায়৷ আহতরা হলেন চিত্তরঞ্জন সূত্রধর (৮৬), তাঁর স্ত্রী কিরণ বালা সূত্রধর  (৬২), বিষ্ণু সূত্রধর (৩৩) এবং চালক সমীর সূত্রধর (৪২)৷ দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা৷ সেই সাথে পুলিশও পৌঁছে৷ আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ মারুতী ভ্যানে থাকা চারজনের মধ্যে দুজনকে বিশালগড় হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে৷ আহত চিত্তরঞ্জন সূত্রধরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ পুলিশ দুটি গাড়িকে আটক করেছে৷ এই দূর্ঘটনার একটি মামলা নথিভূক্ত করেছে পুলিশ৷ প্রসঙ্গত, ট্রাফিক পুলিশ এই রুটে কোন নজরদারী রাখে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *