রামেশ্বরম (তামিলনাড়ু), ৩ সেপ্টেম্বর (হি.স.): লাগাতার বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের মূল্য| সোমবার আরও দামি হল পেট্রোল-ডিজেল| এই পরিস্থিতিতে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে তামিলনাড়ুর রামেশ্বরমে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করলেন তামিল মত্স্যজীবীরা| মূলত ডিজেলের মূল্য বৃদ্ধির কারণেই অনির্দিষ্টকালের জন্য অনশনের সিদ্ধান্ত নিয়েছেন তামিল মত্স্যজীবীরা| কেন্দ্রীয় সরকারের প্রতি তামিল মত্স্যজীবীদের আর্জি, শীঘ্রই কমানো হোক পেট্রোল-ডিজেলের মূল্য| অন্যথায় অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যাবেন তাঁরা|
গত কয়েকদিন ধরে পেট্রোল-ডিজেলের দাম ক্রমশই উর্ধ্বমুখী| কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাই সর্বত্রই বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম|তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে, সোমবার ৩১ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| ঊর্ধ্বমুখী ডিজেলের দামও| ৩১ পয়সা বেড়ে সোমবার চেন্নাইয়ে লিটারপ্রতি পেট্রোলের দাম এখন ৮২.২৪ টাকা এবং ৪১ পয়সা বেড়ে ডিজেলের দাম বেড়ে হল ৭৫.১৯ টাকা|