গুরুগ্রাম, ২ ফেব্রুয়ারি (হি.স.) : দুর্নীতির দায়ে অভিযুক্ত রবার্ট ভাদরাকে যে রেয়াত করা হবে না রবিবার সেটাই স্পষ্ট করে দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। দোষীরা শাস্তি পাবেই। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
প্রশাসনের প্রভাব খটিয়ে গুরুগ্রামের একাধিক জায়গায় জমি কিনে তার শ্রেণি বলদ করে ৫৫ কোটি টাকায় বিক্রি করেছিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাই তথা প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভাদরা। শনিবার তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। দুর্নীতি দমন আইন ছাড়াও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র হুডার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। এই প্রসঙ্গে রবিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। যারা দোষী তারা সাজা পাবেই। বিভিন্ন তদন্তকারী সংস্থা বিভিন্ন মামলার তদন্ত করে দেখছে। একজন নির্ভীক নাগরিক যে এফআইআর দায়ের করেছে সেটাও প্রমাণ হয়ে গেল।