লেফুঙ্গা ব্লকে চেয়ারম্যান পদ নিয়ে ফের আইপিএফটি-বিজেপি সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগষ্ট৷৷ লেফুঙ্গা ব্লকের চেয়ারম্যান পদে রণবীর দেববর্মাকে নির্বাচিত করার প্রতিবাদে শুক্রবার লেফুঙ্গায় বিজেপি-আইপিএফটির মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়েছে৷ এই সংঘর্ষ রণক্ষেত্রের রূপ নেয় লেফুঙ্গার গোটা এলাকায়৷ শুক্রবার সকাল থেকে দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে৷ এই সংঘর্ষে উভয় দলের বেশ কয়েকজন কর্মী ও মর্থক গুরুতরভাবে আহত হয়েছেন৷ জান াগেছে, পরিসিকথতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে৷ যদিও এলাকায় বিশাল সংখ্যক পুলিশ, টিএসআর জওয়ানরা টহল দিচ্ছেন৷ পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে তারা৷ এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছে সিধাইয়ের এসডিপিও৷

জানা গেছে, এসডিপিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন৷ রণবীর দেববর্মাকে লেফুঙ্গা ব্লকে নতুন চেয়ারম্যান হিসাবে মেনে নিতে পারেনি আইপিএফটি৷ শুক্রবার সকাল থেকে তারা হামলা হুজ্জতি চালিয়েছে লেফুঙ্গা ব্লক অফিসে৷ উত্তেজিত আইপিএফটি কর্মী-সর্থকরা দোকানপাট ভেঙে দিয়েছে৷ যানবাহন ভাঙচুর করেছে৷ জানা গেছে, আইপিএফটি’র কর্মী-সমর্থকরা বিজেপির কিছু কর্মী মসর্থকের ওপর আক্রমণ করে৷ এতে বিজেপি কর্মী ও সমর্থকার আহত হয়েছেন৷ এরপর বিজেপিহ’র কর্মী সমর্থকরা আইপিফটি’র কর্মী সমর্থকদের জবাব দিয়েছেন৷ এতে বেশ কিছু আইপিএফটি’র কর্মী ও সমর্থক আহত হয়েছেন৷

উল্লেখ্য, মঙ্গলবার লেফুঙ্গা ব্লকের নয়া বিএসির চেয়ারম্যান পদে শপথ নিয়েছেন রণবীর দেববর্মা৷ রণবীর দেববর্মাকে লেফুঙ্গা ব্লকে নতুন চেয়ারম্যান হিসাবে মেনে নিতে পারছে না আইপিএফটি৷ এর পরিপ্রেক্ষিতে বুধবার লেফুঙ্গায় ১২ ঘণ্টার ব্ধও পালন করেছে আইপিএফটি৷ সেদিনও বন্ধকে কেন্দ্র করে আইপিএফটি সমর্থকরা তাণ্ডব চালিয়েছে৷ ফলে সেদিনও লেফুঙ্গা রণক্ষেত্রের রূপ নেয়৷ যদিও পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়৷ কিন্তু একদিন বাদে আবার শুক্রবার সকাল থেকে আইপিএফটি-বিজেপিহ সংঘর্ষ হয়৷ দেখতে দেখতে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *