রাফায়েল দুর্নীতিকেই লোকসভা ভোটে হাতিয়ার করছে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ নির্বাচনী তহবিল বাড়বে তাই রাফায়েল চুক্তিতে অনিল আম্বানির নবগঠিত সংস্থা বরাত পেয়েছে৷ এই রাফায়েল চুক্তি দেশে শতাব্দির সর্ববৃহৎ দুর্নীতি৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই ভাবেই মোদি সরকারকে নিশানা করেন কংগ্রেস সংসদ সুস্মিতা দেব৷ তাঁর কথায়, ২০১৯ নির্বাচনে রাফায়েল দুর্নীতিই হবে বিজেপি এবং মোদি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের অন্যতম হাতিয়ার৷

এদিন তিনি বলেন, ২০১৪ লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারে ঘোষণা দিয়েছিলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেবে তাঁর সরকার৷ কিন্তু, দুর্ভাগ্যের বিষয় হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেই দেশের সর্ববৃহৎ দুর্নীতি নিয়ে  সোচ্চার হতে হচ্ছে৷ তাঁর দাবি, রাফায়েল যুদ্ধ বিমান ক্রয়ে ভারতের ৪১ হাজার ২০৫ কোটি টাকার ক্ষতি হয়েছে৷ কারণ, ইউপিএ আমলে প্রতি যুদ্ধ বিমান ৫২৬ কোটি ১০ লক্ষ টাকার বিনিময়ে ক্রয়ের সিদ্ধান্ত হয়েছিল৷ ইউপিএ সরকার ফ্রান্স থেকে ১২৬টি যুদ্ধ বিমান ক্রয় করবে বলে স্থির করেছিল৷ কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাত্র ৩৬টি রাফায়েল যুদ্ধ বিমান ৬০ হাজার ১৪৫ কোটি টাকার বিনিময়ে ক্রয়ে ফ্রান্স সরকারের সাথে চুক্তি করেছেন৷ সুস্মিতা দেব জানতে চেয়েছেন, কেন দেশের অর্থের ৪১ হাজার ২০৫ কোটি টাকা অতিরিক্ত খরচ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? এদিন তিনি হিন্দুস্থান এরোনেটিক্স লিঃ মিঃ বদলে প্রতিরক্ষা চুক্তিতে অনিল আম্বানির সংস্থাকে বরাত দেওয়া নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলেছেন৷ তাঁর দাবি, বিজেপির নির্বাচনী তহবিল বাড়ানোর উদ্দেশ্যেই রাফায়েল চুক্তিতে অনিল আম্বনির সংস্থাকে বরাত  দেওয়া হয়েছে৷

সুস্মিতা দেবের আরও অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুর্নীতির কলঙ্ক থেকে বাঁচাতে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন মদত দিচ্ছেন৷ তাই, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সুরে সুস্মিতা দেবও এদিন রাফায়েল চুক্তি নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে৷ তাঁর কথায়, রাফায়েল যুদ্ধ বিমানের দাম বলতে চাইছে না কেন্দ্রীয় সরকার৷ জাতীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে রাফায়েল বিমানের দাম বলা যাবে না দাবি করছে কেন্দ্রীয় সরকার৷ এ বিষয়ে সুস্মিতা দেবের কটাক্ষ, ফ্রান্স সরকার ইতিমধ্যে বিবৃতি দিয়ে রাফায়েল যুদ্ধ বিমানের দাম ঘোষণা দিয়েছে৷ রাফায়েল যুদ্ধ বিমান নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা সন্দেহজনক দাবি করে কংগ্রেস দুর্নীতি ইস্যুতে সাড়া দেশব্যাপী মোদি সরকারকে ক্রমাগত নিশানা করবে বলে জানিয়েছেন সাংসদ সুস্মিতা দেব৷ তাঁর কথায়, দেশের সমস্ত রাজ্যের প্রতিটি প্রান্তে রাফায়েল দুর্নীতিতে  সোচ্চার হবে কংগ্রেস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *