নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): দেশজুড়ে অসংখ্যা অমীমাংসিত মামলা পড়ে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিভিন্ন আদালতে ৩.৩ কোটি মামলা অমীমাংসিত ভাবে পড়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি। রাজধানী দিল্লিতে সুপ্রিম কোর্টের আইনজীবীদের আয়োজিত জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, দীর্ঘ সময় ধরে অমীমাংসিত মামলা পড়ে থাকার জন্য ভারতীয় আইন ব্যবস্থা চিহ্নিত হয়ে রয়েছে। বিভিন্ন কোর্টে প্রায় ৩.৩ কোটি অমীমাংসিত পড়ে রয়েছে। এর মধ্যে নিম্ন আদালত গুলিতে পড়ে রয়েছে ২.৮৪ কোটি মামলা, ৪৩ লক্ষ মামলা হাইকোর্টি ঝুলে রয়েছে। সুপ্রিম কোর্ট ঝুলে রয়েছে ৫৮,০০০ মামলা।
পাশাপাশি ভারতের আইন ব্যবস্থার সুখ্যাতি করতে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, দুর্বলশ্রেণীকে ন্যায় প্রদান করার জন্য বিশ্বজুড়ে ভারতীয় বিচারব্যবস্থার সুখ্যাতি রয়েছে। উল্লেখনীয়, বিচারকদের সংখ্যা পর্যাপ্ত না থাকার জন্য বিভিন্ন আদালতে প্রচুর মামলা অমীমাংসিত ভাবে ঝুলে রয়েছে। এই বিষয়ে প্রশাসনের তরফ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এবার সরব হলেন স্বয়ং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।