BRAKING NEWS

বেতন কমিশন পূজোর আগে হচ্ছে না, ফের দুমাস মেয়াদ বাড়ছে ভার্মা কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ সপ্তম বেতন কমিশন! ঘোর অনিশ্চিয়তায় দিন কাটাচ্ছেন রাজ্যের সরকারী কর্মচারীরা৷ সপ্তম বেতন কমিশনের জন্য গঠিত ভার্মা কমিটির মেয়াদ শেষ হচ্ছে শুক্রবার৷ মহাকরণ সূত্রে খবর, আরো দুই মাস মেয়াদ বাড়ানো হচ্ছে ভার্মা কমিটির৷ ফলে, দূর্গোৎসবের আগে সরকারী কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের সুযোগ সুবিধা সম্ভবত পাচ্ছেন না৷

বিজেপি – আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার প্রথম মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের ঘোষণা দেওয়া হয়েছিল৷ সেই মোতাবেক রাজ্য সরকার ৩ সদস্যক ভার্মা কমিটি গঠন করেছিল৷ গত ১৯ মার্চ ভার্মা কমিটির বিজ্ঞপ্তি জারি হয়েছিল৷ বিজ্ঞপ্তিতে ৯০ দিনের মধ্যে ভার্মা কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছিল৷ কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সপ্তম বেতন কমিশন নিয়ে ভার্মা কমিটির কাজ সমাপ্ত হয়নি৷ ফলে, ৩১ আগস্ট পর্যন্ত এই কমিটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল৷

বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ এই বৈঠকে ভার্মা কমিটি এবং বেতন কমিশন নিয়ে কোনও সিদ্ধান্ত হয়েছে কিনা তা রাজ্য সরকার এদিন জানায়নি৷ কিন্তু, শুক্রবার ভার্মা কমিটির মেয়াদ সমাপ্ত হচ্ছে৷ স্বাভাবিক ভাবেই রাজ্যের কর্মচারী মহল সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারের ঘোষণার অপেক্ষায় রয়েছেন৷

এদিন দিনভর মহাকরণে ভার্মা কমিটি নিয়ে কর্মচারী মহলে নানা ধরনের আলোচনা হয়েছে৷ নতুন সরকার গঠন হওয়ার ৬ মাস অতিক্রান্ত হতে চলেছে৷ এরই মধ্যে সরকার বিরোধী মনোভাবাপন্ন কর্মচারী মহল মণিপুরে সরকারী কর্মচারীদের অবস্থা নিয়ে আলোচনা শুরু করেছে৷ মণিপুরে সপ্তম বেতন কমিশন লাগু করতে অনেক সময় নিয়েছিলো ওই রাজ্যের সরকার৷ ফলে, এ রাজ্যে সরকার বিরোধী মনোভাবাপন্ন কর্মচারীরা রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু করেছে৷ তাদের বক্তব্য, প্রতিশ্রুতি দেওয়া হলেও এ রাজ্যে সপ্তম বেতন কমিশন অনুসারে কর্মচারীদের সুযোগ সুবিধা দেওয়া অনেকটা সময়ের ব্যাপার৷

মহাকরণ সূত্রে খবর, ভার্মা কমিটি সপ্তম বেতন কমিশনের কাজ সমাপ্ত করে ফেলেছে৷ কিন্তু, অর্থের সংস্থান হচ্ছে না দেখে কমিটির রিপোর্ট প্রকাশ করা হচ্ছে না৷ তেমনিই সপ্তম বেতন কমিশনের সুযোগ সুবিধাও সরকারী কর্মচারীদের দিতে পারছে না রাজ্য সরকার৷ তাতে, সরকারী কর্মচারী মহলে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ সমালোচকদের মতে, এরই মাঝে ভার্মা কমিটির মেয়াদ আরো দুই মাস বৃদ্ধি করা হলে কর্মচারী মহল ভিষণ হতাশাগ্রস্থ হয়ে পড়বেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *