ষড়যন্ত্রকারীদের কান্ড কীর্তি ও ছাত্র বিক্ষোভে জল ঢেলে দিলেন শিক্ষামন্ত্রী, অচলাবস্থার অবসান, আজ থেকে খুলছে ভারতীয় বিদ্যাভবন ছুটিতে পাঠানো প্রিন্সিপাল সহ অন্যদের কাজে যোগ দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷  শেষ পর্যন্ত নরসিংগড়ে ভারতীয় বিদ্যাভবনের অচলাবস্থার অবসান হল৷ দুই ছাত্র ও ছাত্রীর মধ্যে প্রেম

বৃহস্পতিবার ভারতীয় বিদ্যাভবনে অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের সাথে কথা বলছেন শিক্ষামন্ত্রী৷

ঘটিত বিষয়কে কেন্দ্র করেই সুকলের ঘটনা মোড় নেয়৷ তখন প্রচার পায় যে, প্রেমিক ছাত্রটি বিদ্যাভবনের তিন তলার ছাদ হতে পড়ে আত্মহত্যার চেষ্টা করে৷ সুকলের মধ্যে নগ্ণ প্রেম নিবেদনের ঘটনার বিরুদ্ধে সুকল কর্তৃপক্ষ অভিভাবকদের  ডেকে এনে কঠোর মনোভাবের কথা জানায়৷ প্রচার হয়ে যায়, প্রেমিক ছাত্রটি অপমানে ছাদ থেকে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে৷ কিন্তু এটি যে স্রেফ বানানো ঘটনা তা ক্রমশ প্রকাশ্যে আসছে৷ খোদ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সুকলের নিয়ম শৃংখলা রক্ষায় কঠোর মনোভাবের পক্ষে মত প্রকাশ করেছেন৷ গতকাল বিদ্যাভবন কর্তৃপক্ষ পাঁচদিনের সুকল ছুটির যে ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রীর অনুরোধে তাও বাতিল করা হয়েছে৷ আগামীকাল থেকে সুকলে পঠন পাঠন চলবে৷ সুকলের প্রিন্সিপাল সহ কয়েকজনকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল৷ তাও প্রত্যাহার করে নিতে বলেছেন শিক্ষামন্ত্রী শ্রীনাথ৷

গত কয়দিন ধরেই প্রেমিক ছাত্রের আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে এই সুকলে ছাত্র বিক্ষোভ উত্তাল হয়ে উঠে৷ এতে কিছু প্রাক্তনীরাও যোগ দেয়৷ একটি সুবিধাবাদী চক্র ফায়দা নিতে চেষ্টা চালায়৷ এইসব কিছুতেই জল ঢেলে দিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তিনি বুঝিয়ে দিয়েছেন শিক্ষাঙ্গণে কোনও রকম উৎশৃখলতা বরদাস্ত করা হবে না৷ আজ দুপুর বারোটর পর শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ভারতীয় বিদ্যাভবনে গিয়ে বিদ্যাভবনের সেক্রেটারি-অধিকর্তা কাশীনাথ দাস, প্রিন্সিপাল সহ সব শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মিলিত হয়ে সুকলের নিয়ম শৃংখলা রক্ষার উপর জোর দেন৷ এটাও জানিয়ে দেন যে, সুকলের নিয়ম শৃংখলা যেকোনও মূল্যে রক্ষা করতে হবে৷

সুকল প্রেম নিবেদনের জায়গা নয়৷ দুই ছাত্র ছাত্রীর অশালীন আচরণ সম্পর্কে বিদ্যাভবন কর্তৃপক্ষ অভিভাবকদের অবহিত করে৷ অভিভাবকরাও এ বিষয়ে নিজেদের ব্যর্থতার বিষয় জানান৷ সুকল কর্তৃপক্ষ ওই দুই ছাত্র ও ছাত্রীকে বুঝানোর জন্য অভিভাবকদেরই দায়িত্ব দেন৷ ঘটনাটি ঘটে রাখি বন্ধনের দিন৷ তখন এই দুই ছাত্র ছাত্রী রাখি বন্ধনে অসম্মতি জানায়৷ আর সেই সময়ই ছাত্রটি আত্মহত্যার নাটক করে৷ ছাদ থেকে পড়ে আত্মহত্যার ঘটনা সম্পর্কে সরকারি স্তরে তদন্তের দাবি উঠেছে৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বুঝিয়ে দিয়েছেন শিক্ষাক্ষেত্রে অরাজকতা মেনে নেওয়া হবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *