
শীর্ষ আদালতে সংবিধানের ৩৫-এ ধারা নিয়ে শুনানি হওয়ার প্রাক্কালে, বৃহস্পতিবার থেকেই জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর সহ কাশ্মীর উপত্যকার বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কড়া নিরাপত্তা বলবৎ থাকবে শুক্রবারও। শুক্রবার সকাল থেকেই কার্যত স্তব্ধ কাশ্মীর উপত্যকা।