
এই ঘটনার পরই গোটা দক্ষিণ কাশ্মীর জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে| শুরু করা হবে চিরুনি তল্লাশি| সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করা হয়েছে যেখানে উপস্থিত ছিলেন নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা| শুক্রবার সকাল থেকেই অপহৃতদের সন্ধান চলছে| এ প্রসঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, ‘দক্ষিণ কাশ্মীরজুড়ে অপহরণের কয়েকটি ঘটনা ঘটেছে| যথা সময়ে, এই ঘটনা জনসমক্ষে আনা হবে|’