ভারতীয় বিদ্যাভবন কান্ডে শিক্ষকদের শাস্তির দাবীতে ছাত্র বিক্ষোভে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগষ্ট৷৷ ভারতীয় বিদ্যাভবন কান্ডে মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত সুকল চত্বর৷ ক্ষুব্ধ ছাত্ররা ঘেরাও করেছে সুকল৷ চলে বিক্ষোভ, পথ অবরোধ৷ জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই সুকলের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকে৷ আটকে দেয় সুকলবাস  এবং রাস্তা৷ সুকলছাত্রদের দাবী, অবিলেম্ব অভিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের শাস্তি দিতে হবে৷ অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনে নামবে সুকলের ছাত্রছাত্রীরা৷

মঙ্গলবার সকাল থেকেই ভারতীয় বিদ্যাভবন এবং তৎসংলগ্ণ এলাকা উত্তপ্ত হয়ে উঠে৷ পরিস্থিতি যাতে চরম আকার ধারণ করতে না পারে তার জন্য সুকল গেইটের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়৷ যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে তার জন্য পুলিশ প্রশাসন তৎপর ছিল৷ এদিকে, হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দ্বাদশ শ্রেণীতে পাঠরত সুকলছাত্রের অবস্থা আশঙ্কাজনক৷

উল্লেখ্য, সোমবার ভারতীয় বিদ্যাভবনে ক্যাম্পাসে বলপূর্বক প্রেমিকা ছাত্রীকে দিয়ে প্রেমিক ছাত্রের হাতে রাখিয়ে পরিয়ে দেওয়া এবং তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করার পাশাপাশি সুকলের কয়েকশো ছাত্রছাত্রীর সামনে ছেলেটির মা বাবাকে ডেকে এনে বিদ্যালয় চত্বরে চূড়ান্ত অপমান করেছেন বিদ্যালয়ের কতিপয় শিক্ষক শিক্ষিকা৷

জানা গিয়েছে, ওই ছাত্রটি ছাত্রীটিকে দীর্ঘদিন ধরে ভালোবাসে৷ সবার সামনে মা বাবাকে অপমান করায় ছেলেটি সহ্য করতে না পেরে সুকলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ চিকিৎসকদের মতে, তিনতলা দালানের উপর থেকে কেউ ঝাঁপ দিলে তার বেঁচে থাকার কথা নয়৷ ফলে চিকিৎসকদের এই কথায় সন্দেহ বাড়ছে ছাত্রছাত্রী এবং অভিভাবক মহলে৷ তাঁদের মনে একটা প্রশ্ণ, তাহলে তার অবস্থা করল কে? এদিকে, ছাত্রের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে তাকে পিটিয়ে হত্যার চেষ্টা করা হতে পারে৷ অন্যদিকে, আহত ছাত্রকে দেখতে হাসপাতালে ছুটে যান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তিনি বলেন, এ ধরনের ঘটনা খুবই মর্মান্তিক৷ মন্ত্রী বলেন, আহত ছাত্রের পরিবারের পাশে থাকবে রাজ্য সরকার৷ জানা গেছে, কিশোর প্রেমে অমানবিক ভাবে বাধা দেওয়া এবং তার আত্মহত্যার চেষ্টার পর সকাল থেকে উত্তপ্ত ছিল ভারতীয় বিদ্যাভবন সুকল চত্বর৷ দিনভর চলতে থাকে ছাত্র বিক্ষোভ৷ পঠন পাঠন চরম অচলাবস্থা দেখ দেয়৷ শেষ পর্যন্ত সন্ধ্যায় বিধায়কের হস্তক্ষেপে ছাত্রছাত্রীরা সাময়িকভাবে আন্দোলন প্রত্যাহার করেছে বলে জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *