কাঞ্চনপুরে বিস্তর পরিমাণে গাঁজা উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৮ আগস্ট৷৷ উত্তরের পানিসগার মহকুমাধীন দামছড়া, কাঞ্চনপুর ও জলেভাসা সড়কের ট্রাই জংসন এলাকায় পুলিশি অভিযান/ উত্তর জেলার এসপি ভানুপদ চক্রবর্তী, ডিএসপি বিক্রম জিৎ শুক্ল দাস, পানিসাগরের মহকুমার এসডিপিও রাজিব শুক্লা দাস, পানিসাগরের ওসি বিভাস দাস সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে একটি ১০ চাকার ট্রাক গাড়িতে তল্লাশি চালিয়ে ৪৯ পেকেট গাঁজা উদ্ধার করেন৷ ৪৯ পেকেট গাঁজা প্রায় ১০ কুইন্টালেরও বেশি৷ বাজার মূল্য প্রায় ৫০ লক্ষাধিক টাকা৷ কিন্তু পুলিশি অভিযানের আঁচ পেয়েই গাড়ি ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ি চালক৷ তবে পানিসাগর থানার পুলিশ গাড়িটিতে এনপি ০৯ এইচ এফ/৮৫০৬ নম্বরের একটি নাম্বার প্লেইট উদ্ধার করেছে৷ পুলিশের প্রাথমিক ধারণা গাড়িটি মধ্য প্রদেশের আর গাড়ির নম্বর প্লেইটটি অন্য একটি প্লেইট লাগিয়ে এই অবৈধ গাঁজা প্রচার করে আসছিল৷ পরে পুলিশ বিপুল পরিমাণ গাঁজা ও ১০ চাকার লড়িটিকে পানিসাগর থানায় নিয়ে যান৷ সম্প্রতি পানিসাগর থানার ওসি বিভাস দাস একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমে পড়েছেন এবং চালককে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রেখেছেন৷

এদিকে, উত্তর জেলার এসপি ভানুপদ চক্রবর্তী জানান, উনাদের কাছে একটি খবর আসে যে দামছড়া, কাঞ্চনপুর ও জলেভাসা ড়কের ট্রাই জংসনে একটি লরি অনেকক্ষণ ধরে দাঁড়ানো৷ এমনকি কোন চালক নেই লড়িটিতে৷ তাই জনগণের সন্দেহ হওয়াতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ চাকার লড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কুইন্টাল গাজা উদ্ধার করছে৷ তিনি আরও বলেন, খুব শিঘ্রই লড়িটির চালককে জালে তুলাতে সক্ষম হবে পুলিশ৷ অন্যদেিক জানা গেছে, বিপুল পরিমাণ গাঁজাগুলি রাজ্য থেকে বহিরাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল৷

আগরতলা সংযোজনঃ সিপাহীজলা জেলার মিয়াপাড়া থেকে বিএসএফ জওয়ানরা  প্রায় ৫০ লক্ষ টাকার ইয়াবা টেবলেট বাজেয়াপ্ত করেছে৷ এই টেবলেট বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে৷