কেরালার জন্য ত্রাণ সংগ্রহ ঘিরে রাজনৈতিক হিংসা অব্যাহত রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগষ্ট৷৷  বিধবংসী বন্যায় দুর্গত কেরালা রাজ্যের মানুষের জন্য ত্রাণ সংগ্রহে অংশ গ্রহণ করায় ত্রিপুরা নয়া শাসক দল বিজেপি আশ্রিত দুবৃত্তরা আজ মেলাঘরে এবং গতরাতে খোয়াই শহরে সিপিআই(এম) নেতা, কর্মী, সমর্থকদের ওপর এবং তাঁদর বাড়ি-ঘরে যে বর্বরোচিত আক্রমণ চালিয়েছে বলে সিপিএম অভিযোগ করেছে৷  সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী এই বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে৷ দলের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে,  আজ দুপুরে সোনামুড়া মহকুমার মেলাঘরে সিপিআই(এম) নেতা ও কর্মীরা ত্রাণ সংগ্রহ করে পার্টি অফিসে ফেরার সময় বিজেপি’র দুর্বৃত্তরা তাঁদছরে ওপর হিংস্র আক্রমণ চালায়৷ পার্টি মহকুমা কমিটির তিন জন সদস্য পীযুষ দেবনাথ, নেপাল পাল ও প্রদীপ সাহা (মধু) আক্রমণে আহত হন৷ গুরুতর আহত পীযুষ দেবনাথকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ তার মাথায় চোট লেগেছে৷

বিজেপি’র দুর্বৃত্ত বাহিনী গত রাত সাড়ে ১০টা থেক ১টার মধ্যে খোয়াই শহরের বিভিন্ন প্রান্তে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে সিপিআই(এম) নেতা-কর্মী-সমর্থকদের বাড়িতে ব্যাপক আক্রমণ সংগঠিত করে৷ রাজ্যের শিক্ষক-কর্মচারী আন্দোলনের প্রাক্তন নেতা জয়ন্ত বিকাশ সোমের বাড়ির গেট ভেঙে ঢুকে তাঁর মেয়ের নার্সারী সুকলের সমস্ত আসবাবপত্র ভেঙে চুরমার করে দেয়৷ সিপিআই(এম) মহকুমা কমিটির সদস্য এবং কৃষক সভার মহকুমা সম্পাদক বিশু রঞ্জন দেবের বাড়ির দরজা-জানালা ভাঙ্গে এবং পুকুরের সমস্ত মাছ বিষ ঢেলে দিয়ে নষ্ট করে দেয়৷ পার্টির খোয়াই লোক্যাল কমিটির সদস্য বিজয়কৃষ্ণ দাসের ঘরে দরজা ভেঙে ঢুকে টেলিভিশন সেট সহ সমস্ত আসবাব ধবংস করে দেয়৷ সিপিআই (এম) পূর্বাঞ্চল লোক্যাল কমিকটির সম্পাদক বিষ্ণুজিৎ দস্তিদারের বাড়ির জানালা ও লাইট ভেঙ্গে দেয়৷ সমতল পদ্মবিলে পার্টি কর্মী প্রিয়তোষ দেবের রাইস মিলে আগুন দেয়৷ পার্টি সদস্য সূর্যমোহন দেবনাথর ঘরের দরজা ভেঙে ঢুকে টেলিভিশন সেট ভেঙে দেয়৷ খোয়াই কেনেদঙ্গঙ্গররবিধা নির্মাল বিশ্বাসের বাড়িতে ইট নিক্ষেপ করে৷ পার্টি মহকুমা কমিটির সদস্য গৌতম পালের বাড়ির গেইট ভেঙে দেয়৷ এছাড়া গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী লক্ষী দেবনাথ, ছাত্র-যুব আন্দোলনের নেতা প্রনব ধর, সঞ্জয় নন্দী, অভিজিত দেব, মিটন দাসের বাড়িতে আক্রমণ চালায়৷

গতকাল খোয়াই শহরে কেরালার বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সংক্রহে বাধা দিয়েছিল বিজেপি দুর্বৃত্তরা৷ পরে দুর্বৃত্তরা মহকুমা পার্টি অফিস আক্রমণের চেষ্টা চালায়৷ যার ত্রাণ সংগ্রহে অংশ নিয়েছিলেন তাদের বাড়ি -ঘরে রাতে আক্রমণ সংগঠিত করে৷

আজ বিশালগড় মহকুমার অফিস টিলা ও কড়ইমুড়ায় বিজেপি কর্মীরা ত্রাণ সংগ্রহের কাজে বাধা দেয়৷

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই আইন, সংবিধানের শাসন নস্যাৎ করে বিজেপি’র দুর্বৃত্ত বাহিনী গুণ্ডামির রাজত্ব চালাচ্ছে৷ পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবতা নেয় না৷ এরা বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহের মানবিক সেবা-মূলক কাজে পর্যত বাধা দিয়ে বর্বরতার নিকৃষ্ণ নজির স্থাপন করেছে৷ সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলী রাজ্যের সমস্ত স্তরের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে বিজেপি’র ফ্যাসিস্ট সুলভ বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হতে আহ্বান জানাচ্ছে৷ আক্রমণকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছে৷