জম্মু, ২৫ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় ভূমিধসের কারণে অবরুদ্ধ করে দেওয়া হল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক| অত্যন্ত গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় স্থগিত করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রাও| কারণ, কাশ্মীর উপত্যকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য জম্মু-শ্রীনগর জাতীয় সড়কইহল একমাত্র রুট| রামবান-এর এসএসপি অনিতা শর্মা জানিয়েছেন, প্রবল বর্ষণের জেরে রামবান জেলার রামসু এলাকায় বিডিও অফিসের সন্নিকটে ধস নামে| এরপরই যান চলাচল বন্ধ করে দেওয়া হয় ভূস্বর্গের সঙ্গে গোটা দেশের প্রধান যোগাযোগকারী জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক| ফলস্বরূপ উপত্যকার সঙ্গে গোটা দেশের সংযোগকারী গুরুত্বপূর্ণ এই সড়কে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য যানবাহন|
ট্রাফিক বিভাগের মুখপাত্র জানিয়েছেন, নাগাড়ে বৃষ্টিপাতের কারণে রামবান জেলার রামসু এলাকায় বিডিও অফিসের সন্নিকটে ধস নামে| এরপরই বন্ধ করে দেওয়া হয় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক| আপাতত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে| যদিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় স্থগিত করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রাও|