BRAKING NEWS

ভারী বর্ষণের আশঙ্কা উত্তরাখণ্ডে, দেহরাদূন-হরিদ্বারে জারি সতর্কতা

দেহরাদূন, ২৫ আগস্ট (হি.স.): পুনরায় ভারী বর্ষণের অশনি সঙ্কেত উত্তর ভারতের রাজ্য উত্তরাখণ্ডে। আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দেহরাদূন, নৈনিতাল সহ উত্তরাখণ্ডের বিভিন্ন প্রান্তে। আবহাওয়া দফতরের তরফে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে প্রশাসনকে। উত্তরাখণ্ডের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় উত্তরাখণ্ডের দেহরাদূন, হরিদ্বার, পাউরি, নৈনিতাল, চম্পাবত এবং উধম সিং নগরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কায় শনিবার দেহরাদূনের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিসার জানিয়েছেন, শনিবার প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দেহরাদূনের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবহবিদরা জানিয়েছেন, ২৬ আগস্টের পর আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে, শনিবার দিনভর ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দেহরাদূন, হরিদ্বার, পাউরি, নৈনিতাল, চম্পাবত এবং উধম সিং নগরে। অর্থাৎ উত্তরাখণ্ডের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে আগামী ২৪ ঘন্টা, এমনই পূর্বাভাস আবহবিদদের। প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে প্রশাসনকে। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে প্রশাসনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *