BRAKING NEWS

নাটোরের কাছে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১৩ যাত্রী

ঢাকা, ২৫ আগস্ট (হি.স.) : নাটোরের কাছে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৩ যাত্রীর মৃত্যু হয়েছে। অনেকেই জখম হয়েছেন এই দুর্ঘটনায়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অাশঙ্কা করা হচ্ছে।

 ঈদের ছুটিরমধ্যেই এদিন আরও বড় দুর্ঘটনা হল৷ নাটোরের কাছে বাসের ধাক্কায় ১৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে৷ শনিবার বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের উপর এই দুর্ঘটনা ঘটেছে৷ একটি বেসরকারি বাসের সঙ্গেমিনিভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। রক্তাক্ত কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই আরও তিনজনের মৃত্যু হয়েছে৷ বাসটি কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল।এ সময় পেছন থেকে যাত্রীবাহী লেগুনাকে ধাক্কা দেয়৷

জানা গিয়েছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মিনিভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটিয়ে পাশের খাদে উল্টে পড়ে। এতে বাসের ২০ যাত্রী আহত হয়।

বাংলাদেশের সড়ক দুর্ঘটনা রোধে সম্প্রতি অভিনব নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে৷ ঢাকায় দুই পড়ুয়াকে পিষে দেওয়ার পরেই সেই আন্দোলন এমন তীব্র হয় যে পুরো দেশের পরিবহণ ব্যবস্থা থমকে যায়৷ পরেসেই আন্দোলন ঘিরে সরকার ও বিরোধীদের মধ্যে দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে৷ আন্দোলন চলাকালীন গুজব ছড়ানোর অভিযোগে অভিনেত্রী কাজী নওশাবা, চিত্রগ্রাহক শহীদুল হক সহ অনেককে গ্রেফতার করা হয়৷এমনকি পুলিশের ভ্যানও বিনা লাইসেন্সে চলছে এমনও তথ্য উঠে আসে৷ পরিস্থিতি এমন হয় যে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, সরকার নিরাপদ সড়কের জন্য ব্যবস্থা নিচ্ছে৷ বিতর্কের মাঝে আন্দোলনআপাতত উঠে গেলেও বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটছেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *